Site icon The News Nest

Lata Mangeshkar: গোদাবরীতে রীতিনীতি মেনে লতার অস্থি বিসর্জন, উপস্থিত আশা ভোঁসলে

lata 5

রবিবার ৬ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গিয়েছেন লতা মঙ্গেশকর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। কিংবদন্তি গায়িকাকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, সচিন তেন্ডুলকর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে-সহ অন্যান্যরা। সেই শোকের আবহের মধ্যেই সবরকম রীতিনীতি পালন করছে মঙ্গেশকর পরিবার।

বৃহস্পতিবার সকালবেলাতেই নাসিক পৌঁছে গিয়েছিলেন লতার পরিবার। গোদাবরী নদীর তীরে রামকুণ্ডে গায়িকার অস্থি বিসর্জন করা হয়েছে। পাপারাৎজিদের ক্যামেরাতেও ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি। নদীতে অস্থি বিসর্জনের মুহূর্তে হাজির ছিলেন লতার বোন তথা কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, তাঁর ভাইপো আদিনাথ মঙ্গেশকর।প্রসঙ্গত, মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তাঁর অস্থিভষ্ম সংগ্রহ করেছিলেন ভাইপো আদিনাথ-ই।

আরও পড়ুন: Lata-Sandhya: ‘প্রিয়’ লতা আর নেই, এখনও জানেন না সন্ধ্যা মুখোপাধ্যায়

কোভিড আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু গত শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে।

মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল। ‘ভারতের নাইটিঙ্গল’কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়। সাথে রবিবারই দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন মোদী। প্রায় আট দশক ধরে বিস্তৃত ছিল লতার কেরিয়ার। ৫০ হাজারের বেশি গান রেকর্ড করেছিলেন তিনি।

আরও পড়ুন: Shaktimaan: এবার বড় পর্দায় ফিরছে ‘দেশি সুপারম্যান’, জানুন কবে, কোথায় দেখা যাবে

Exit mobile version