Site icon The News Nest

সব ভাল জিনিসেরই সমাপ্তি আছে…পঞ্জাব ভোটের আগেই বড় সিদ্ধান্ত টুইট সোনু সুদের

sonu sood 1200 2

নির্বাচন কমিশন তাঁকে ‘রাজ্যের মুখ’ হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু ভোটের ঠিক আগেই সেই গুরু দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সোনু সুদ। ‘গরিবের মসিহা’ জানিয়ে দিলেন, কমিশনের সঙ্গে আলোচনার পরই পাঞ্জাবের ‘স্টেট আইকনে’র পদ ছাড়ছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) নিরাপত্তা ইস্যু নিয়ে বর্তমানে শিরোনামে পঞ্জাব। এরপরই টুইট করে বলিউড অভিনেতা সোনু জানালেন, তিনি আর পঞ্জাবের স্টেট আইকন থাকছেন না। যদিও মোদীর নিরাপত্তার গলদের সঙ্গে তাঁর সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। সোনু (Sonu Sood) জানান, “সব ভাল জিনিসেরই সমাপ্তি আছে। আমি স্বেচ্ছায় পাঞ্জাবের স্টেট আইকনের পদ ছাড়লাম। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ এবার বিধানসভা ভোটে আমার পরিবারের সদস্য অংশ নেবে। সকলের জন্য শুভেচ্ছা রইল।” এর আগে নির্বাচন কমিশনও টুইটারে সোনু সুদের নাম তুলে নেওয়ার কথা জানায়।

আরও পড়ুন: KIFF: কোভিড পজিটিভ পরমব্রত-রুদ্র-রাজ, স্থগিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

পঞ্জাবের মোগা জেলা থেকে আসা বলিউডের খলনায়ক সোনু সুদকে গত বছরই রাজ্যের মুখ বা আইকন হিসেবে বেছে নিয়েছিল নির্বাচন কমিশন। তবে গত নভেম্বরে সোনু জানান, তাঁর বোন মালবিকা সুদ রাজনীতিতে পা রাখছেন এবং পাঞ্জাব ভোটেও লড়বেন। এই কারণেই মূলত সরে দাঁড়ালেন তিনি। সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সোনু। তারপরই এই সিদ্ধান্তের কথা টুইট করলেন।

প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (AAP) সঙ্গেও যুক্ত সোনু। যে দল আবার পাঞ্জাব নির্বাচনে কড়া টক্কর দিতে প্রস্তুত কংগ্রেসকে। গত বছর সোনুকে স্কুল পড়ুয়াদের জন্য তৈরি কর্মসূচি ‘দেশ কা মেন্টর্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করেছিল আপ। কেজরিওয়ালের সঙ্গে সোনুর সাক্ষাৎ ঘিরেও তৈরি হয়েছিল জোর জল্পনা।

আরও পড়ুন: করোনা আক্রান্ত শ্রীলেখা মিত্র,RT-PCR টেস্টের রিপোর্ট হাতে ঠিক কি জানালেন মীর ?

Exit mobile version