Site icon The News Nest

নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘ব্যাড বয় বিলিয়নেয়ার্স’-এর বিরুদ্ধে আদালতে মেহুল চোকসি

bad boy billionaires india trailer vijay mallya nirav modi a hay6

মঙ্গলবার সামনে এসেছে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘ব্যাড বয় বিলেনিয়ারস’ এর ট্রেলার। চব্বিশ ঘন্টার মধ্যে নেটফ্লিক্সের এই শোয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন এই শোয়ের অন্যতম কেন্দ্রবিন্দু মেহুল চোকসি।

এই সিরিজ নিয়ে কেন আপত্তি করছেন মেহুল? নেটফ্লিক্স সূত্রে খবর, যে ডক্যুসিরিজটি বানানো হয়েছে তার মূল বিষয়বস্তু লোভ, প্রতারণা, দুর্নীতি। বিজয় মাল্য, মেহুল চোকসি এবং নীরব মোদীর মতো বিজনেস টাইকুনদের জীবনযাপন কেমন, তার উপর আলোকপাত করবে এই সিরিজ। এখানেই আপত্তি চোক্সীর।বুধবার এই মামলার শুনানি চলাকালীন চোক্সীর আইনজীবী আদালতে বলেন, “সিরিজটি মুক্তির আগে এর প্রিভিউ দেখতে চাই।” চোক্সীর বিরুদ্ধে এখনও প্রতারণার মামলা চলছে।

আরও পড়ুন: জোরালো হচ্ছে খুনের তথ্য…নিয়মিত মাদক দেওয়া হত সুশান্তকে, সামনে এল রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট

তাই তাঁর আইনজীবী আদালতের কাছে আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই ওয়েব সিরিজ সেই মামলার উপর প্রভাব ফেলতে পারে।” আদালত নেটফ্লিক্সের কাছে জবাব চেয়ে পাঠিয়েছে। আগামী ২৮ অগস্ট পরবর্তী শুনানি হবে।  যদিও নেটফ্লিক্স আদালতকে আগেই জানিয়েছে, গোটা সিরিজে মাত্র ২ মিনিটের জন্য মেহুল চোক্সীর গল্প তুলে ধরা হয়েছে।

নেটফ্লিক্সের তরফে প্রকাশিত পোস্টারে দেখা মিলেছে চোকসির ভাগ্না ঋণখেলাপির মামলায় পলাতক নীরব মোদী, সুব্রত রায় (সাহারা গ্রুপ), বিজয় মালিয়া এবং রামলিঙ্গ রাজু ( সত্যম কম্পিউটার সার্ভিসের প্রাক্তন চেয়ারম্যান ও সিইও)। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে নীরব মোদীর বিরুদ্ধে ৬৪৯৮.২০ কোটি টাকা এবং মেহুল চোকসির বিরুদ্ধে ৭০৮০.৮৬ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ রয়েছে। প্রিভেনসন অফ মানি লন্ডারিং আইনের আওয়তায় এঁদের বিরুদ্ধে মামলা দায়ের রয়েছে ইডির কাছে।  সিবিআই এই মামলার তদন্তভার হাতে তুলে নেওয়ার আগেই ২০১৮ সালে দেশ ছাড়েন দুজনেই।

https://youtu.be/qOr2xz7v060

আরও পড়ুন: বাথরুমে তোয়ালে পরে ‘মিরর সেলফি’! ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ালেন মন্দানা করিমি

 

Exit mobile version