Site icon The News Nest

Mimi Trailer: মা হচ্ছেন কৃতী শ্যানন, হবু সন্তানের বাবা পঙ্কজ ত্রিপাঠী!

mimi trailer 1200

করোনা (Corona Virus) কালেই অন্তঃসত্ত্বা হয়েছেন কৃতি স্যানন (Kriti Sanon)। তাও আবার সারোগেসির মাধ্যমে। না না, বাস্তবে নয়, সিনেমার গল্পে। কিছুদিন আগেই সেই আভাস দিয়েছিলেন অভিনেত্রী। প্রকাশ করেছিলেন নিজের ‘মিমি’ সিনেমার লুক। সেই ছবির ট্রেলার প্রকাশ্যে এল মঙ্গলবার। কৃতি ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পাওয়ার হাউস অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)।

লক্ষণ উতেকর পরিচালিত ছবি ‘মিমি’-র বহু প্রতিক্ষিত ট্রেলার মঙ্গলবার মুক্তি পেল। ঝলকেই বেশ খানিকটা আঁচ পাওয়া গেল ছবির গল্পের। রাজস্থানের এক রক্ষণশীল পরিবারের মেয়ে মিমি (কৃতী শ্যানন)। অন্যদিকে ট্যাক্সি ড্রাইভার ভানুর চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। ভানুর প্ররোচনায় পা দিয়ে অর্থের লোভে বিদেশি দম্পতির সন্তানের সারোগেট মা হওয়ার সিদ্ধান্ত নেন কৃকী। কিন্তু আচমকাই সেই দম্পতি বেঁকে বসে, জানিয়ে দেয় তাঁদের সন্তান চাই না। কিন্তু সন্তানকে গর্ভে হত্যা করতে রাজি নয় মিমি অথচ সমাজ ও পরিবারে লাঞ্ছনা-গঞ্জনার ভয়। দুইয়ের মাঝে পরে সে বলে বসে ভানুই তাঁর সন্তানের বাবা।

আরও পড়ুন: রাজকীয়! প্রিন্স উইলিয়াম, কেট মিডলটনের সঙ্গে বসে উইম্বলডন ফাইনাল দেখলেন প্রিয়াঙ্কা চোপড়া

ছবির গল্প অনেকটা প্রকাশ্যে চলে এলেও পঙ্কজ ত্রিপাঠির অনবদ্য অভিনয় ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। সারোগেসি নিয়ে বলিউডে ছবি নতুন নয়, এর আগে ‘ফিলহাল’, ‘ভিকি ডোনার’-এর মতো ছবিতে সারোগেসি বা স্পার্ম ডোনেশনের মতো বিষয় উঠে এসেছে। ফিলহাল-এর মতো সিরিয়াস জঁর ছবি নয় মিমি তা বেশ স্পষ্ট। বরং অনেখানি ইমোশন আর হিউমার মিলে মিশে রয়েছে এই ছবিতে।

কৃতী-পঙ্কজ ছাড়াও ‘মিমি’তে অভিনয় করেছেন মনোজ পাহওয়া, সুপ্রিয়া পাঠক, স্মিতা জয়কর ও মারাঠি অভিনেত্রী সাই তামহানকর। ৩০ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাচ্ছে এই ছবি।

আরও পড়ুন: Sanjay Leela Bhansali: ড্রিম প্রোজেক্ট ‘হীরা মাণ্ডি’র শুরু করলেন বনসালী

Exit mobile version