Site icon The News Nest

Movie Release: ঘোষণা হল RRR -এর মুক্তির দিন, চিন্তায় কার্তিক আরিয়ানের ভক্তরা

RRR

দক্ষিণী ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে অল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্পা’। এবার আসতে চলেছে আরও এক সুপারহাইপড ছবি ‘আরআরআর’ বা ‘ট্রিপল আর’। করোনার কারণে বেশ কিছু বার মুক্তির তারিখ পিছিয় অবশেষে ঘোষিত হয়েছে ছবিটির ফাইনাল তারিখ। আরআরআর- মুক্তি পেতে চলেছে আগামী ২৫ মার্চ। ছবিটির পরিচালক ‘বাহুবলী’ খ্যাত রাজামৌলি। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণের দুই সুপারস্টার জুনিয়র এনটি আর ও রাম চরণকে।

৭ জানুয়ারি মুক্তি পাবে ছবি,এমনটা গত বছরেই ঘোষণা করেছিলেন নির্মাতারা।কিন্তু ডিসেম্বরের শেষে গোটা দেশে ভয়ংকর করোনা পরিস্থিতির জন্য স্থগিত হয়ে যায় ছবির মুক্তি।তবে কিছুদিন আগেই প্রযোজক ঘোষণা করেছিলেন করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৮ অথবা ২৫ মার্চ ‘ট্রিপল আর’ মুক্তি দিতে চান তাঁরা।

আরও পড়ুন: হয়ে গেল আহির আর পিলুর বিয়ে, ‘উড়ন্ত মালা’ নিয়ে মজা দর্শকদের

অবশেষে জানানো হয়েছে ছবি মুক্তির দিনক্ষণ।১৮ নয়, আগামী ২৫মার্চ গোটা দেশ জুড়ে বড়পর্দায় মুক্তি পাবে ‘ট্রিপল আর’।দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ছবি।‘ট্রিপল আর’-এর মুক্তির ঘোষণায় সিঁদুরে মেঘ দেখছেন প্রযোজক ভূষণ কুমার।কারণ ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা কার্তিক আরিয়ানের ছবি ‘ভুলভুলাইয়া ২’-এর।

তাঁর আশঙ্কা, ‘ট্রিপল আর’-এর সাফল্যের প্রভাব বড়বে ‘ভুলভুলাইয়া ২’-এর বক্সঅফিস কালেকশনে।ছবির রোজগার কমবে বলেই আশঙ্কা করছেন প্রযোজক।‘ভুলভুলাইয়া ২’ তে কার্তিকের সঙ্গে দেখা যাবে কিয়ারা আডবানি ও তব্বুকে।‘ট্রিপল আর’ ঝড় এড়াতে ‘ভুলভুলাইয়া ২’ এর মুক্তি ভূষণ কুমার পিছিয়ে দেন কিনা এখন সেদিকেই নজর রয়েছে বলি বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: Ram Setu: ‘রাম সেতু’-র শ্যুটিং শেষ, ছবি মুক্তির তারিখ ঘোষণা অক্ষয়ের

 

Exit mobile version