Site icon The News Nest

Pavitra Rishta: আসছে ‘পবিত্র রিসতা ২.০’, সুশান্তের জায়গায় অঙ্কিতার ‘মানব’ হচ্ছেন এই টেলি তারকা

pavitrarishta

‘পবিত্র রিস্তা’। হিন্দি টেলিভিশনের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকেই জুটি হিসেবে জনপ্রিয় ছিলেন সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে। তাঁদের চরিত্র ছিল ‘মানব’ এবং ‘অর্চনা’। গতকাল (সোমবার) সুশা্ন্তের মৃত্যুবার্ষিকীকে প্রয়াত তারকাকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন তাঁর অগুণতি অনুরাগী, সহকর্মীরা। এর মাঝেই খবর, সুশান্ত-অঙ্কিতা অভিনীত জনপ্রিয় টেলিভিশন শো ‘পবিত্র রিশতা’র রিবুট ভার্সন হাজির হবে টেলিভিশনের পর্দায়। সেই শো-তে অর্চনার ভূমিকায় থাকবেন অঙ্কিতা লোখান্ডে, অন্যদিকে সূত্রের খবর মানবের চরিত্রে দেখা মিলবে টেলি তারকা শাহির শেখের। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, প্রযোজনা সংস্থা বালাজি টেলিফিল্মস অথবা চ্যানেল কর্তৃপক্ষের তরফে।

জি টিভির এই শো ‘পবিত্র রিসতা’-র হাত ধরেই রাতারাতি গোটা দেশের মনের মনিকোঠায় মানব হিসাবে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত। যদিও প্রয়াত অভিনেতার টেলিভিশন কেরিয়ার শুরু হয়েছিল ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’-এর সঙ্গে। সেই হিরোর (হর্ষদ চোপড়া) ছোট ভাইয়ের চরিত্রে (প্রীত) অভিনয় করেছিলেন এসএসআর।

২০০৯ সালে এই ধারাবাহিক শুরু হয় প্রযোজক একতা কপূরের হাত ধরে। সেই ধারাবাহিকে মানব ও অর্চনার চরিত্রে অভিনয় করেই খ্যাতি লাভ সুশান্ত এবং অঙ্কিতার। সেই ধারাবাহিকে অভিনয় করার সময়েই দু’জনের প্রেম হয়। কিন্তু বড় পর্দায় পা রাখার সুযোগ আসার পরে ২০১১ সালে সেই ধারাবাহিক ছেড়ে দেন সুশান্ত। তাঁর পরিবর্তে সেই চরিত্রে অভিনয় করেন অভিনেতা হিতেন তেজওয়ানি। ২০১৪ সালে প্রায় ১৫০০ পর্যায়ে পৌঁছে বন্ধ হয়ে যায় ‘পবিত্র রিশতা’।

আরও পড়ুন: দ্বৈত চরিত্রে মিথিলা! ‘অন্তর্জলি যাত্রা’য় সঙ্গী হচ্ছেন স্কিৎজোফ্রেনিক ইরফানের , দেখা মিলবে উকিলের ভূমিকাতেও

নতুন আঙ্গিকে ফিরবে এই শো, তেমন গুঞ্জন শোনা যাচ্ছে গত বছর থেকেই। জানা যাচ্ছে, পবিত্র রিসতার নতুন সিজন ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হবে, শো-এর চিত্রনাট্য নাকি চূড়ান্ত হয়েঠে ইতিমধ্যেই। সেই সঙ্গে একাধিক পুরনো জনপ্রিয় হিন্দি ধারাবাহিককে নতুন মোড়কে ফিরিয়ে আনা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ধারাবাহিক হল, ‘কবুল হ্যায়’, ‘জামাই রাজা’, ‘কুছ রং পেয়ার কে অ্যায়সে ভি’।

অঙ্কিতা-শাহিরের পাশাপাশি বাকি কাস্টও খুব শীঘ্রই ফাইনাল করা হবে। মূলত এই শো-এর মাধ্যমে সুশান্তকে শ্রদ্ধার্ঘ দিতে চান, একতা ও অঙ্কিতা। ‘নভ্যা’র লিড হিরো হিসাবে টেলিভিশনের হার্টথ্রব নায়ক হয়ে উঠেন শাহির, পরবর্তীতে ‘মহাভারত’ সিরিয়ালে অর্জুন হিসাবে শাহিরের জনপ্রিয়তা শীর্ষে পৌঁছায়। শীঘ্রই ‘কুছ রঙ্গ প্যায়ারকে এয়সে ভি ৩’-তে দেব দীক্ষিতের চরিত্রে দেখা যাবে শাহিরকে।

আরও পড়ুন: আমির খানের ‘লগান’ ছবির ২০ বছর পূর্তি, আবেগে ভাসলেন তারকারা

Exit mobile version