Site icon The News Nest

আরও বিপাকে রাজ কুন্দ্রা! অফিস থেকে মিলল গুপ্ত আলমারির হদিশ, বিরুদ্ধে সাক্ষী দেবেন তাঁর ৪ কর্মচারী!

Raj Kundra with Shilpa Shetty

পর্ন ফিল্ম কাণ্ডে আরও বিপাকে রাজ কুন্দ্রা (Raj Kundra)। ব্যবসায়ীর বিরুদ্ধে সাক্ষী হচ্ছেন তাঁরই কোম্পানির চার কর্মী। এদিকে শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীর অফিসে ফের তল্লাশি অভিযান চালিয়ে লুকনো একটি আলমারি খুঁজে পেয়েছেন মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা।

রিপোর্ট বলছে, রাজের বাণিজ্যিক এবং আর্থিক লেনদেনের বিষয় নিয়ে এই ৪ কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হবে। পর্ন তৈরি এবং এই ব্যবসা চালানোর জন্য রাজ কী ভাবে টাকা বিনিয়োগ করতেন, সেই বিষয় তদন্ত করছে অপরাধ দমন শাখা। ম্যাজিস্ট্রেটের সামনে ৪ কর্মচারীর বয়ান রেকর্ড হবে বলে জানা গিয়েছে। পুরো বিষয়টিকে খতিয়ে দেখতে ২৬ জুলাইয়ের পর তদন্তে নামবে ইডি।

আরও পড়ুন: টিআরপি তলানিতে, আগামী মাসেই শেষ ‘কী করে বলব তোমায়’, ‘লুক’ বদলে ফেললেন স্বস্তিকা

অন্যদিকে, পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার সঙ্গে কার, কতটা এবং কীভাবে যোগ রয়েছে তা তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ টিম। ঘটনায় তদন্ত করতে গিয়ে রাজ কুন্দ্রা অফিসের দেয়াল থেকে একটি ‘গোপন আলমারি’র হদিশ পেয়েছে তদন্তকারী দল। সেখান থেকে রাজের ব্যবসা এবং সম্পর্কিত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।

পর্নোগ্রাফি মামলায় মুম্বই পুলিশ অন্ধেরিতে অবস্থিত রাজ কুন্দ্রার ভিয়ান (Viaan) এবং জেএল স্ট্রিম (JL Stream) অফিসে শনিবার অভিযান চালায়। ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, আলমারি থেকে বেশ কয়েকটি ফাইল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আর্থিক বিনিময় এবং ক্রিপ্টোকারেন্সির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

HotShots অ্যাপের মাধ্যমে রমরমিয়ে পর্নোগ্রাফির ব্যবসা চালাচ্ছিলেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এই অভিযোগে ১৯ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। আপাতত বাইকুল্লা জেলে রয়েছেন রাজ। এদিকে শুক্রবারই রাজ ও শিল্পার জুহুর বাড়িতে তল্লাশি চালিয়ে ছিলেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। শোনা গিয়েছে, রাজের বাড়ি থেকে ৭.৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যাংকের লেনদেনের কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন: টলি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক! আলাদা থাকছেন Indraneil Sengupta ও Barkha Bisht

Exit mobile version