Site icon The News Nest

রক্তাক্ত ছবি পোস্ট করে ‘হবু মা’ অনুষ্কাকে শুভেচ্ছা! টুইটারে ট্রোলড ঋতাভরী

84329876 730881677437478 4404354096251890556 n

বিরুষ্কার পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তারপর থেকেই আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। বিনোদন থেকে খেলার জগৎ- আনন্দে গা ভাসিয়েছেন প্রত্যেকেই। বাদ যায়নি টলিউডও। আর যেখানে অনুষ্কার সঙ্গে অভিনয় করেছেন ঋতাভরী, সেখানে তিনিই বা বাদ থাকেন কী করে! হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন ঋতাভরী চক্রবর্তী। এ বার সেই ছবি পোস্ট হয়ে দাঁড়ায় বিতর্কের কেন্দ্রস্থল।

‘পরী’ (Pari) সিনেমা যাঁরা দেখেছেন তাঁকা নিশ্চয়ই মনে রাখবেন ক্লাইম্যাক্স দৃশ্যের কথা। যেখানে ঋতাভরীর চরিত্রকে দেখা গিয়েছিল নিজের হাতে অনুষ্কা (Anushka Sharma) অর্থাৎ ‘পরী’র ডেলিভারি করে তাঁর সন্তানকে পৃথিবীতে আনতে। ঠিক এই দৃশ্যের পরই মৃত্যু হয় পরীর। রক্তাক্ত অনুষ্কা মাটিতে পড়ে রয়েছেন… ‘মিতালি’ অর্থাৎ ঋতাভরী হাত বাড়িয়ে সদ্যোজাতকে প্রথম ও শেষ বার মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য এগিয়ে দিচ্ছেন ‘পরী’র দিকে। সিনেমার সেই ক্লাইম্যাক্স দৃশ্য দর্শকের অনেককেই আবেগাপ্লুত করে তুলেছিল। আর সেই দৃশ্যের ছবি শেয়ার করেই অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

আরও পড়ুন: ক্যানসারের কাছে হার মানলেন ‘‌ব্ল্যাক প্যান্থার’‌, প্রয়াত চ্যাডউইক বোসম্যান

https://twitter.com/ritabharipaulin/status/1299397938318204928?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1299397938318204928%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fritabharipaulin2Fstatus2F1299397938318204928widget%3DTweet

এই ছবি পোস্টের পরেই নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রীর উপর।  কেউ বললেন এমন খুশির খবরকে ঘিরে শুভেচ্ছা জানানোর জন্য এমন ছবি মোটেই উপযুক্ত নয়, আবার কেউ তাঁর কড়া প্রশ্ন  ছুড়ে নায়িকার কাছে জানতে চেয়েছেন, তাঁর কাছে কি আর কোনও ছবিই ছিল না নিজের উচ্ছ্বাস দেখানোর জন্য! একজন আবার লিখেই বসলেন, “ফুটেজ পাওয়ার জন্য যা ইচ্ছে করবেন?  অনুষ্কার সঙ্গে কাজ করেছেন সেটা প্রমাণ করার জন্য এ সব করছেন?”। অন্য একজন আবার লিখলেন, “আশা করি বাস্তবেও এমন কিছু ঘটবে না।’’

আরও পড়ুন: প্রেমে মগ্ন সারা-সুশান্ত ব্যাংককে হোটেলের এক ঘরে ‘বন্দি’ ছিলেন টানা ৩ দিন! প্রতি মুহূর্তে সামনে নয়া তথ্য…

Exit mobile version