Site icon The News Nest

Mahalaya 2021: ‘মহামায়া’ রূপে ধরা দিলেন শুভশ্রী, টিজারে শোরগোল নেটপাড়ায়

subhashree

দুর্গাপুজোর আর মাত্র কটা দিনের অপেক্ষা। ইতিমধ্যেই চারিদিকে পুজো পুজো গন্ধ। আপামর বাঙালি গোটা বছর অপেক্ষা করে থাকে মায়ের আগমনের। মহালয়া এবং দুর্গাপুজো। মা দুর্গা আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি।  তেমনি টেলিভিশনের দর্শক প্রতি বছর অপেক্ষা করে থাকেন মায়ের ভূমিকায় টিভির পর্দায় দেখা যাবে কোন কোন অভিনেত্রীকে!

সম্প্রতিই জানা গিয়েছে যে, কালার্স বাংলায় দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে (Koel Mullick)। পিছিয়ে নেই স্টারজলসাও। সংশ্লিষ্ট চ্যানেলে মা দুর্গার ভূমিকায় অসুর নিধন করবেন টেলিদর্শকদের প্রিয় রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এবার চমক দিল জি বাংলা।  অপেক্ষার অবসান ঘটিয়েছে জি বাংলা প্রকাশ করল তাঁদের এই বছরের দুর্গাকে। জি বাংলায় দেবী দুর্গা রূপে মহালয়ার ভোরে দর্শক দেখতে পাবেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যে মহালয়ার প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে।

প্রথম ঝলকে ‘মাতৃ’রূপে বাজিমাত করলেন অভিনেত্রী। খোলা চুল। কপালে আঁকা উল্কি। একমাথা সিঁদুর। নাকে বড় নথ। আভরণ-অলংকারে ভূষিত দেবীর ভূমিকায় ধরা দিলেন অভিনেত্রী। এর আগেও একাধিকবার দেবী দুর্গা রূপে সকলের মন জয় করেছিলেন শুভশ্রী।

আরও পড়ুন: Salman Khan-কে ব্যঙ্গ করে ভিডিও গেম! আদালতের দ্বারস্থ ‘টাইগার’

আগে মোট চারবার দুর্গা রূপে মহালয়াতে দেখা গেছে তাঁকে। যার মধ্যে তিনবারই জি বাংলার জন্য দুর্গা সেজেছিলেন নায়িকা। ২০১০ সালে জি বাংলার সম্প্রচারিত ‘ওই ভুবনমোহিনী মহালয়া’, ২০১২ সালে ‘৫১ সতিপীঠ’, ২০১৯ সালে ‘১২ মাসে ১২ রূপে দেবীবরণ মহালয়া’ অনুষ্ঠানে দুর্গা হয়েছিলেন রাজ ঘরণী। এছাড়াও ২০১৪ সালে রূপসী বাংলা চ্যানেলে সম্প্রচারিত ‘নবরূপে অদ্রিজা’ – মহালয়াতেও দুর্গা সেজেছিলেন শুভশ্রী।

তবে উল্লেখ্য, শুভশ্রী-অনুরাগীরা এতে বেজায় খুশি হলেও মায়ের ভূমিকায় নেটপাড়ার একাংশের না-পসন্দ অভিনেত্রীকে। অতঃপর সমালোচনা করতেও ছাড়লেন না।

মা হওয়ার পর চেহারায় পরিবর্তন এসেছে শুভশ্রীর। ছিপছিপে ফিগার এখন অতীত। সেই কটুবাক্যও প্রয়োগ করেছেন নেটিজেনরা। কেউ বা আবার খুঁজে বেড়াচ্ছেন মহিষাসুরমর্দিনীরূপে সংযুক্তা ভট্টাচার্যকে। তাঁরা যে এখনও সেই মহালয়া দেখতেই পছন্দ করেন সপাটে জানিয়ে দিয়েছেন। একদলের আবার প্রশ্ন, “এটা কি মডেল শুট না ওয়েডিং শুট?” কেউ কেউ আবার দূর্গার ভূমিকায় শুভশ্রীর অভিব্যক্তিকে দুর্বল বলে তকমা দিয়েছেন।

আরও পড়ুন: বড় পর্দায় জিত বনাম দেব টক্কর! পুজোয় মুক্তি পাচ্ছে বাজি ও হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী

 

Exit mobile version