Site icon The News Nest

‘খুন হয়েছেন কি সুশান্ত ?’ খতিয়ে দেখবে ফরেনসিক বিশেষজ্ঞরা, বান্দ্রার ফ্ল্যাটে তল্লাশি CBI-এর

ssr 3

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই অভিনেতার বান্দ্রার ডুপ্লেক্স ফ্ল্যাটে পৌঁছেছেন CBI আধিকারিকরা।CBI টিম সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের সামনে ভিড় করেছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ভিড় জমিয়েছেন কিছু উৎসুক, কৌতুহলী লোকজন।

ভিড় আটকাতে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের বাইরে মোতায়েন রয়েছে পুলিস। মুম্বই পুলিসের তরফে বাইরে ভিড় সামাল দেওয়ার চেষ্টা চলছে।জানা যাচ্ছে, সুশান্তের মৃত্যুর ঘটনার ঘটনার পুননির্মাণ করা হবে আজই। ঠিক কীভাবে সেদিন ঘটনাটা ঘটেছিল বা ঘটে থাকতে পারে সেই বিষয়টিই বোঝার চেষ্টা করবে CBI। সুশান্তের বান্দ্রা ফ্ল্যাটে বন্ধু সিদ্ধার্থ পিঠানি এবং তাঁর ফ্ল্যাটের অন্যান্য কর্মীদেরও সেখানে নিয়ে গেছেন।এদিন ঘটনাস্থলে সিদ্ধার্থ পিঠানি ও সুশান্তের কুক নীরজ পৌঁছতেই তাঁদের ঘিরে ধরার চেষ্টা করেন কিছু লোকজন, ভিড় এড়িয়ে তাঁদের চটজলদি গাড়িতে তুলে নেওয়া হয় বলে খবর।

আরও পড়ুন: এবার মহালয়ায় দুর্গতিনাশিনী রূপে দেখা যাবে মিমিকে, সীতা হবেন মধুমিতা

এছাড়াও রয়েছেন আরও এক রাঁধুনি দীপেশ সাওয়ান্ত। ঘটনার দিন ওই তিনজন সুশান্তের ফ্ল্যাটেই ছিলেন বলে জানা গিয়েছে। সুশান্তের ফ্ল্যাটে পৌঁছে উপরের তলায় উঠে যেতে দেখা যায় CBI আধিকারিকদের। ইতিমধ্যেই সিদ্ধার্থ পিঠানিকে DRDO গেস্ট হাউসে ডেকে নিয়ে গিয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করেছেন CBI আধিকারিকরা।

শুধু CBI আধিকারিকরাই নন, এদিন সুশান্তের ফ্ল্যাটে পৌঁছেছেন ফরেন্সিক টিমের সদস্যরাও।সুশান্ত খুন হয়েছেন কিনা , এই সন্দেহ ক্রমশ দানা বেঁধেছে তদন্তকারী অফিসারদের মনে । সিবিআইকে সুশান্তের মৃত্যুজট খুলতে সহায়তা করবে নয়া দিল্লির এইমস এর ফরেনসিক বিশেষজ্ঞরা । ইতিমধ্যেই পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে এইমস কর্তৃপক্ষ ।যার নেতৃত্বে রয়েছেন এইমসের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর সুধীর গুপ্ত।

আরও পড়ুন: রোগীর জ্ঞান ফেরাতে বাথরুম স্ক্রাবার দিয়ে চিকিত্সা! নেটদুনিয়ায় হাসির খোরাক ‘কৃষ্ণকলি’

Exit mobile version