Site icon The News Nest

Sushmita Sen: শাড়ি পড়ে ধুনুচি নাচ সুস্মিতার, সঙ্গ দিল মেয়ে, রইলো ভিডিও

susmita

বাঙালি হিন্দু যেখানেই থাকুক শিকড়ের টান তো থাকবেই।  মুম্বইয়ের প্যান্ডেলে পুজো দেখতে গিয়েছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন (Sushmita Sen)।সকলের মঙ্গল কামনা করেন তিনি। পাশাপাশি ধুনুচি নাচেও যোগ দেন।বাবা-মা, দুই মেয়েকে নিয়ে মুম্বইয়ের নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা। পরনে ছিল গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি। প্রথমে মণ্ডপের ভিতরে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করেন অভিনেত্রী। সেখানে বসে কিছুক্ষণ পুজো দেখেন। তারপরই অভিনেত্রীকে ধুনুচি হাতে নাচতে দেখা যায়।

চিরকাল নিজের শর্তে জীবন কাটাতে ভালবাসেন। তাঁর ছকভাঙা জীবনযাপন বিটাউনে একসময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। জীবনে একাধিক পুরুষের সমাগম হলেও বিয়ে করেননি সুস্মিতা সেন। ২৫ বছর বয়সেই এক শিশুকন্যাকে দত্তক নিয়ে ‘সিঙ্গল মাদার’ হল তিনি। মেয়ের নাম রাখেন রেনে। তার কয়েক বছর পর দত্তক নেন ছোটমেয়ে আলিশাকে।

আরও পড়ুন: Kajol: হলুদ শাড়ির আটপৌঢ়ে সাজ, পুজোয় ব্যস্ত কাজল! রইল ভিডিয়ো

সুস্মিতার পরনে ছিল গোলাপি শিফন শাড়ি, কানে মানানসই দুল, পনিটেল, কপালে লাল টিপ। মেয়ে রেনে মায়ের মতো শাড়ি পরেছিলেন। কিশোরী আলিশা সেজেছিল লেহঙ্গা-চোলিতে। শুধু মণ্ডপে এসে পুজো দিয়ে চলে গিয়েছেন এমনটা নয়, রীতিমতো ধুনুচি নাচ নাচলেন সুস্মিতা। সঙ্গ দিলেন কন্যা রেনে। বান্দ্রার ওই পুজোমণ্ডপে এসে সুস্মিতা বলেন, ‘‘এ বছরের পুজোটা বড্ড স্পেশাল আমার কাছে। কারণ, এই প্রথম বার আমরা পুরো পরিবার একসঙ্গে রয়েছি। আর দুর্গাপুজোর এই সময়টা আমার কাছে ভীষণ আনন্দের। মা বাপের বাড়ি আসেন, আমরা উদ‌্‌যাপন করি।’’

 

সম্প্রতি সুস্মিতার ‘তালি’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। গৌরী শিন্ডের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। রূপান্তরকামী গৌরীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়োন সুস্মিতা। এ ছাড়াও নভেম্বর মাসে আসতে চলেছে তাঁর ‘আরিয়া ৩’ সিরিজ। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে এই সিরিজ়ের প্রথম ঝলক। আর সেটা প্রকাশ্যে আসতেই দারুণ সাড়া ফেলে দিয়েছে সকলের মধ্যে। দর্শকরা প্রশংসা করেছেন সুস্মিতার নতুন অবতারের।

আরও পড়ুন: England vs South Africa: রানের পাহাড় দক্ষিণ আফ্রিকার, ২২৯ রানে গো হারা ইংল্যান্ড ইংল্যান্ড

Exit mobile version