Site icon The News Nest

‘প্রমিজ ডে’তে বাংলাদেশে কী সম্মান পেলেন তাহসান,শাকিব ও বিদ্যা সিনহা মিম?

WhatsApp Image 2021 02 11 at 10.17.14 PM

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান এ নিয়ে তৃতীয়বারের মতো সেরা করদাতা হলেন। জনপ্রিয় গায়ক তাহসান খানও তৃতীয়বার সেরা করদাতা হয়েছেন। অন্যদিকে লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিমের নাম প্রথমবার করদাতার তালিকায় উঠে এসেছে। লোকগানের জনপ্রিয় গায়িকা ও সাংসদ মমতাজ দ্বিতীয়বারের মতো হয়েছেন সেরা করদাতা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে। এবার চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী বিভাগে সেরা করদাতা অন্য দুই শিল্পী হলেন রাইসুল ইসলাম আসাদ ও শাহীদ সামাদ।

১১ ফেব্রুয়ারি অর্থাৎ ‘প্রমিজ ডে’র দিনেই একটি হোর্ডিংয়ের ছবি পোস্ট করেছেন তাহসান। সেখানে লেখা, ‘২০১৯-২০ করবছরে সেরা করদাতা মনোনীত হওয়ায় ট্যাক্স কার্ড প্রাপ্তিতে খ্যাতিমান সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান রহমানকে অভিনন্দন।’ তাহসানের কথায়, ‘শিল্পী এবং দেশের নাগরিক হিসেবে আমি আমার কর্তব্য করেছি। আগামী দিনেও সেই একই চেষ্টা থাকবে। আমি নিজেকে জনসাধারণের কাছে আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। মানুষ আমাকে দেখে নিজের কর্তব্য করুন, সেটাই চাই।’

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে খোলামেলা ছবি, নেট পাড়ার কুকথার মুখে মধুমিতা…

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শাকিব খান বলেন, ‘অন্যান্য ক্ষেত্রে কাজ করে যাঁরা সফল হয়ে আয়কর দিচ্ছেন, চলচ্চিত্রকে পেশা হিসেবে নিয়ে আমরাও একইভাবে আয়কর দিচ্ছি। শিল্পী হিসেবে এটা আমার নিজের জন্য যেমন গর্বের বিষয়, তেমনি আমার ক্ষেত্রের সবার জন্যও গর্বের। এখানেও ভালো কাজ করে প্রতিষ্ঠা পাওয়া যায় এবং সফল হওয়া সম্ভব। এতে করে মানুষের ভ্রান্ত ধারণা দূর হবে।’

নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন মিম। তিনি বললেন, ‘যখন থেকে আয় করা শুরু করেছি, কখনোই আয়কর ফাঁকি দিইনি। আমার বাবা একটা কথা সব সময় বলেন, তুমি যদি দুই টাকাও আয় করো, তাহলে বছর শেষে সেটার ওপর অবশ্যই আয়কর দেবে। সচেতন নাগরিক হিসেবে সব সময় আয়কর দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই যত দিন আয় করে যাব, অল্প হোক বা বেশি হোক—আয়কর দিয়েই যাব।’

আরও পড়ুন: ‘মোদী ছাড়া সব অভিনেতাকে নিয়েই কঙ্গনার সমস্যা’, টুইট ‘নাসিরুদ্দিন’-এর !

Exit mobile version