Site icon The News Nest

শারীরিক কষ্ট হলেও মানসিকভাবে শক্ত আছি, বললেন করোনাক্রান্ত গায়ক – অভিনেতা তাহসান খান

tahsan

করোনা আক্রান্ত বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা তাহসান রহমান খান। আর এখবর তাহসান নিজেই বিবৃতি দিয়ে জানিয়েছেন বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

বিডি নিউজ সূত্রে খবর, শুক্রবার তাহসানের COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। বিডি নিউজের প্রতিবেদন অনুসারে তাহসান জানিয়েছেন, ”আমার সামান্য লক্ষণ দেখা দেওয়ার পর এই সপ্তাহে নমুনা জমা দিয়েছিলাম। সবেমাত্র পাওয়া রিপোর্টে জেনেছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত।”

এখন কেমন আছেন শিল্পী? বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে তাহসান জানিয়েছেন, ‘আমার শরীরে লক্ষণ তেমন ছিল না। ফলে খুব একটা সমস্যা হয়নি। আক্রান্ত হওয়ার পর ১০-১২ দিন হয়ে গেল, এখন শরীর মোটামুটি ভালো। দুই দিন পর আবার পরীক্ষা করাব।কয়েক দিন শরীরটা একটু ব্যথা করছিল। সেই সমস্যা এখন আর নেই। আমার শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক ছিল বলে মানসিকভাবে শক্ত আছি।’

আরও পড়ুন: ফুলের বিছানায় শুয়ে ঋতুপর্ণা, পুজো ফ্যাশনে ভাইরাল অভিনেত্রীর অভিনব স্টাইল

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘মানি মেশিন’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন অভিনেতা। তাঁর সহশিল্পী ছিলেন তানজিন তিশা। শুটিং শেষ হওয়ার কয়েক দিন পর তিশার কোভিড-১৯ ধরা পড়ে। যেহেতু একসঙ্গে বেশ কয়েক দিন কাজ করেছেন, তাই তিনিও কোভিড পরীক্ষা করেন। তাতে ফল পজিটিভ আসে। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজেরও কোভিড ধরা পড়েছে তাঁর অবস্থা বেশ খারাপ বলে জানা গিয়েছে। প্রথমে তাঁকে হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। এখন আইসিইউ থেকে বের করা হয়েছে, তবু তাঁকে দুই বেলা অক্সিজেন নিতে হচ্ছে।

আইসোলেশনের দিনগুলোতে কি করেছেন তাহসান? উত্তরে তিনি জানিয়েছেন, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও বই পড়তে পারিনি। সমস্যা হচ্ছিল। তবে অনেকগুলো কবিতা লিখেছি। এই সময়ে এটি ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের ও শান্তির। এর বাইরে আমার মেয়ের সঙ্গে ভিডিওতে এসে গেম খেলেছি, প্রতিদিনই খেলছি। সহশিল্পীদের অনেকেই খোঁজখবর নিয়েছেন। মানসিক সাপোর্ট দিয়েছেন। এই সময়টাতে চিকিৎসক বন্ধুদের সহযোগিতার কথা ভোলার নয়। এর বাইরে আমার আত্মীয়স্বজন, ভক্তরাও খোঁজ নিয়েছেন। সবার কাছ থেকে মানসিক সাপোর্ট পেয়েছি।’

তাহসান তাঁর ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনাদের ভালোবাসা এবং উদ্বেগগুলো সত্যিই আমাকে স্পর্শ করেছে।’

আরও পড়ুন: এবার ‘লাভ জিহাদে’র কোপে অক্ষয়ের ‘লক্ষ্মী বম্ব’! নেটদুনিয়ায় সিনেমা বয়কটের ডাক

Exit mobile version