Site icon The News Nest

ভালবাসার কাছে ফিরতে সীমান্ত পার মিথিলার, সাড়ে পাঁচ মাস পর ফিরলেন সৃজিতের কাছে

অবশেষে ভালোবাসা মিলিয়ে দিল সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলাকে। ১৫ অগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশ থেকে সীমান্ত পার করে শ্বশুরবাড়ির দেশে চলে এলেন অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। আর এখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

করোনার আবহাওয়ায় দেশ যেন আবার পরাধীন। দেশের সীমা টপকানো যাচ্ছে না। এমনকী শহরের সীমা টপকাতে ভয়, এই বুঝি করোনার কামড় খেতে হল। এমন পরিস্থিতিতে বর-বউ বা প্রেমিক-প্রেমিকারা আলাদা হয়ে রয়েছেন অনেকদিন। মিথিলার সঙ্গে সৃজিতের রেজিস্ট্রি ম্যারেজ হয় গত বছরের ৬ ডিসেম্বর। কলকাতা শহরে সেই বিয়ের রিসেপশন ছিল এ বছরের ২৯ ফেব্রুয়ারি। পরদিনই সৃজিত ‘কাকাবাবু’ সিরিজের তৃতীয় ছবির শুটিংয়ে আফ্রিকা চলে যান। মিথিলা ফিরে যান বাংলাদেশে। ঠিক ছিল সৃজিত দেশে ফিরলে আবার ভারতে আসবেন মিথিলা। কিন্তু সৃজিত দেশে ফেরার পর শুরু হয়ে যায় লকডাউন। তাই সাড়ে পাঁচ মাস একে-অপরের থেকে আলাদা থেকেছেন সৃজিত-মিথিলা।

আরও পড়ুন: বিচ্ছেদের পরেও তাঁর ৪.৫ কোটির ফ্ল্যাটের EMI দিতেন সুশান্ত? অবশেষে মুখ খুললেন অঙ্কিতা

কিন্তু এমন কঠিন সময়ে প্রিয়জনকে ছেড়ে থাকতে কি ভালো লাগে? তাই দু’ দেশের হাই কমিশনের অনুমতি নিয়ে স্থলপথে ভারতে এলেন মিথিলা। ১৫ অগস্ট তিনি ঢাকা থেকে পৌঁছলেন যশোরে। সৃজিত কলকাতা থেকে একইভাবে পৌঁছে গেলেন দু্’ দেশের সীমান্তে, মিথিলাকে শহরে নিয়ে আসার লক্ষ্যে। মিথিলাকে নিয়ে শহরে ফেরার পর সৃজিত সোশ্যাল মিডিয়াতে তাঁর আবেগ ভাগ করে নিয়েছেন।  লিখলেন, ” ১৯৪৭ সালের ১৫ অগাস্ট বহু মানুষ ঘৃণার কারণে সীমান্ত পার করেছিলেন। ২০২০-র ১৫ অগাস্ট দু’জন মানুষ ভালোবাসার জন্য সীমান্ত পার করলেন।”

পোস্টের সঙ্গে পেট্রাপোল সীমান্ত পার করে মিথিলা ও মেয়ে আয়রাকে এ’দেশে নিয়ে আসার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন সৃজিত।মিথিলা কন্যা আইরাকেও কলকাতার একটি নামী স্কুলে সৃজিত ভর্তি করিয়েছেন বলে খবর। তাই আপাতত মায়ের সঙ্গে আইরাও এদেশেই থাকবেন।

আরও পড়ুন: ক্যানভাসে ফুটে উঠল জাতীয় পতাকা, গিটারে জাতীয় সঙ্গীতের সুর তুললেন নুসরত

Exit mobile version