Site icon The News Nest

বাজারে ভালো লাল শাক পাচ্ছেন না? সহজ পদ্ধতি শিখে চাষ করুন বাড়ির টবে

red spnich

লাল শাক আমাদের শরীরের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি উপাদান। হিমোগ্লোবিন তৈরি করতে লালশাকের এক বিশেষ ভূমিকা আছে। শীতকাল ছাড়া বাজারে ফ্রেশ লালশাক খুব একটা পাওয়া যায় না। তাই বাড়িতেই ছাদে বা উঠোনে টবের মধ্যে লাল শাক চাষ করুন।

লালশাক ক্যালসিয়ামের একটি ভালো উৎস। দাঁত ক্ষয়, হাড় ক্ষয় ইত্যাদি রোধ করতে সাহায্য করে। এমনকি ক্যান্সার দূর করতেও লালশাকের জুড়ি মেলা ভার। রক্তাল্পতা কমাতে সাহায্য করে লাল শাক।

এত উপকারিতা যখন এই লালশাকের, তাই আর বাজার থেকে কেনই বা শুধু শুধু কিনে পয়সা নষ্ট করবেন। বাড়িতেই সারাবছর অনায়াসে চাষ করুন লালশাকের।

আরও পড়ুন: বাড়ির টবে চাষ করুন সুন্দর এই শীতকালীন ফুল, জেনে নিন সহজ পদ্ধতি…

আরও পড়ুন: ছাদে, ব্যালকনিতে অনায়াসেই চাষ করতে পারেন ধনেপাতা, শিখে নিন সহজ পদ্ধতি

Exit mobile version