Site icon The News Nest

শুক্রবার ফের কমল সোনার দাম, সঙ্গে রুপোরও

Gold price1 700x400 1

The News Nest: শুক্রবার আরও পড়ল সোনার দাম। এই নিয়ে পর পর তিন দিন সোনার দামে পতন দেখা দিল। বিশেষজ্ঞদের দাবি, একর পিছনে রয়েছে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ পরিস্থিতির ক্রমান্নয়ন এবং ডলারের তুলনায় টাকার দাম বৃদ্ধি।

এ দিন এমসিএক্স সূচকে ০.২% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৮,১৭১ টাকা। সূচকে ০.৪৮% পতনের ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৯,১৮৭ টাকা। 

আরও পড়ুন : কানপুরে অপরাধীকে পাকড়াও করতে গিয়ে এনকাউন্টারে নিহত ৮ পুলিশকর্মী

এদিন ভারতীয় বাজারে সোনার দাম পড়েছে অনেকটাই। এমসিএক্স গোল্ড ফিচার্স বলছে, ০. ২ শতাংশ এদিন কমেছে সোনার দাম। ফলে ১০ গ্রাম সোনার দাম এদিন হয়েছে, ৪৮,১৭১ টাকা।

এদিন রুপোর দামও পড়েছে। এক কেজিতে রুপোর দাম ০.৪৮ টাকা পড়েছে। ফলে ৫০ হাজারের গন্ডি থেকে একটু নেমেছে রিপোর দাম। রুপোর দাম ৪৯,১৮৭ টাকা হয়েছে ১ কেজিতে।

কলকাতায় সোনার দাম এদিন ২৪ ক্যারেটে ৪৮ ,৮১০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৫২০ টাকা হয়েছে।

এ দিন সোনার দামের পতনের পিছনে রয়েছে আমেরিকার চাকরি বাজার চাঙ্গা হওয়ার প্রভাবও, যার জেরে ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে লগ্নিকারীদের মধ্যে। তার পাশাপাশি, আমেরিকা-চিন সম্পর্কের ক্রমাবনতিও সোনার দাম নিম্নগামী করার পিছনে সক্রিয় ভূমিকা নিয়েছে বলে মনে করছেন আনন্দ রাঠি শেয়ারস অ্যান্ড স্টক ব্রোকার্স সংস্থার গবেষক বিশ্লেষক জিগর ত্রিবেদি।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসের মধ্যেই আসছে করোনার টিকা COVAXIN,জানাল আইসিএমআর

Exit mobile version