Site icon The News Nest

বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে কী পার্থক্য? জেনে নিন কখন কোনটা ব্যবহার করবেন

baking soda

রান্নাঘরে সাধারণত বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই মজুত থাকে। কিন্তু দুটোর ব্যবহার সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক কী পার্থক্য বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে। সঙ্গে এই দুটোর ব্যবহার সম্পর্কেও ধারণা দেওয়া হল।

বেকিং পাউডার এবং বেকিং সোডার পার্থক্য

আরও পড়ুন: পুরনো কার্ড- বাতিল কাপড় পরে আছে কোণে? ঘর সাজিয়ে ফেলুন বাতিল জিনিস দিয়েই

খাবার ছাড়াও যে সমস্ত কাজে বেকিং সোডা ব্যবহার করা হয়

আরও পড়ুন: Monsoon Decor Tips: স্যাঁতস্যাতে আবহাওয়াতে ফ্যাশনেবল অন্দরমহল কীভাবে মন ভাল রাখে?

Exit mobile version