Site icon The News Nest

রাহুল ঘনিষ্ঠ প্রাক্তন সাংসদ এবার তৃণমূলে, ত্রিপুরা-গোয়ার পর এবার মমতার ‘মিশন হরিয়ানা’

tanwar

পবন বর্মা, কীর্তি আজাদের পর মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার।

হরিয়ানা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন কংগ্রেস সভাপতির দায়িত্ব সামলেচ্ছেন অশোক তানওয়ার। একসময়ে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন এই নেতা। তবে হরিয়ানায় ভূপেন্দর সিং হুডা এবং কুমারী শৈলজার মতো নেতৃত্বের সঙ্গে মনমালিন্য়ের জেরে কংগ্রেস ছাড়ান তানওয়ার। সম্প্রতি তিনি ‘আপনা ভারত মোর্চা’ গঠন করেছিলেন। তবে, এ দিন অশোক তানওয়ার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোড়া-ফুলে যোগ দেন।

মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) বলেন, “ওনারা ব্যবস্থা করলে, আমিও হরিয়ানায় যেতে যাই। বিজেপিকে হারাতে আপনারা তৃণমূলে যোগ দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। রাজ্য এগোলে, দেশও এগোবে।” অশোক তানওয়ার (Ashok Tanwar) বলেন, “যা ঘটছে তাতে গোটা দেশ ক্ষুব্ধ। পশ্চিমবঙ্গের নির্বাচন প্রমাণ করেছে, উনি দেশের নেত্রী। কৃষকরা একত্র হওয়ায় মাথানত করতে বাধ্য হয়েছে সরকার। বিরোধীদেরও একজোট হতে হবে। মমতা দি’র নেতৃত্বে আমরা সকলে মিলে বিজেপির বিরুদ্ধে লড়ব।”

আরও পড়ুন: ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে, আগরতলায় নেমেই বিপ্লবকে নিশানা অভিষেকের

বলে রাখা ভাল, কৃষক আন্দোলনের জেরে হরিয়ানায় বিজেপির পায়ের মাটি কিছুটা হলেও নড়বড়ে। রাজনৈতিক মহল বলছে, বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। এমন পরিস্থিতিতে গেরুয়া শিবিরের সেই নড়বড়ে জমিতেই ঘাসফুল ফোটাতে চাইছে তৃণমূল। একইসঙ্গে গোটা দেশে বিজেপি বিরোধী জোট গড়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

রাজ্যের বাইরে তৃণমূল নেত্রীর সফর মানেই নতুন কিছু প্রাপ্তি। পুজোর পর গোয়ায় গিয়ে সেখানে দলের শক্তি বাড়িয়েছেন। তাঁর হাত ধরে তৃণমূলে (TMC) যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি, টেনিস তারকা লিয়েন্ডার পেজ। এবারের দিল্লি সফরেও একাধিক নতুন মুখ নিয়ে ফিরলেন মমতা।

আরও পড়ুন: ‘প্যারাট্রুপ লিডার বিপ্লব দেবের দিন শেষ’ , পুরভোটের আগে দলকে অস্বস্তিতে ফেললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ

Exit mobile version