Site icon The News Nest

‘কোথাও তো আগুন লেগেছে’, মন্ত্রিত্ব হারিয়ে ‘হতাশা’ প্রকাশ বাবুলের, জবাব দিলীপের

babul

‘ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে।’ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ে প্রকাশ্যেই হতাশা ব্যক্ত করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। গতকাল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথগ্রহণের আগেই বাবুলকে দলের তরফে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইমতো ইস্তফা দিয়েও দেন তিনি। বাংলা থেকে আরেক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকেও (Debasree Chaudhuri) ইস্তফা দিতে হয়েছে।

দলের নির্দেশে ইস্তফা দিলেও এই সিদ্ধান্তে যে তিনি খুশি নন, তা বাবুলের ফেসবুক পোস্টেই স্পষ্ট। যেখানে নিজের হতাশা প্রকাশ করার সঙ্গে সঙ্গে দলীয় নেতৃত্বের প্রতি একপ্রকার ক্ষোভও প্রকাশ করেছেন BJP নেতা। বাবুল বলেছেন,”ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে। বন্ধু, অনুরাগী ও সংবাদমাধ্যমের কাছে জানাতে চাই, আমাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। আমি সেটা করেছি।” আসানসোলের সাংসদ মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর গায়ে কোনও রকম দুর্নীতির আঁচড় না লাগায় তিনি যে খুশি সেটাও জানিয়ে দিয়েছেন। তবে, সেই সঙ্গে হতাশাও গোপন করেননি। স্পষ্টই জানিয়েছেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ পাওয়ায় তাঁর ‘মন খারাপ।’

আরও পড়ুন: Governor Reshuffle: ঝাড়খণ্ড, ত্রিপুরা-সহ আট রাজ্যের রাজ্যপাল বদল করল মোদী সরকার

অন্যদিকে, ক্ষোভ প্রকাশ করে দলেরই রাজ্য সভাপতির সমালোচনার মুখে বাবুল সুপ্রিয়।বাবুলের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপবাবু বলেন, ‘তাঁকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হলে কি ভাল হতো? পদ্ধতি মেনেই পদত্যাগ করানো হয়েছে তাঁকে। আপনি মন্ত্রিত্ব ছাড়লে অন্য দায়িত্ব পাবেন। এটাই তো হয়ে থাকে। ১২ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। কেউ তো এরকম লেখেননি। পার্টির প্রতি আস্থা থাকা উচিত। পার্টির জন্য বিধায়ক – সাংসদ হয়েছি।’

তবে বিজেপির একাংশের মতে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েই বাবুলের এই বিদ্রোহ তাঁর বিপদ বাড়াবে। ইস্তফা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। যা কোনও মতেই গ্রহণ করবে না বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন: প্রয়াত হিমাচল প্রদেশের ৬ বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং

Exit mobile version