Site icon The News Nest

মাসে খরচ ২০ লক্ষ টাকা! Gautam Adani-কে Z ক্যাটাগরির নিরাপত্তা কেন্দ্রের

gautam adani

তিনি দেশের অন্যতম সেরা শিল্পপতি। বিগত কয়েক বছরে ভারতীয় বাণিজ্যে তাঁর প্রভাব প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমনকী বিশ্বের সেরা ধনীদের তালিকায় প্রথমসারিতে রয়েছেন গৌতম আদানি (Gautam Adani)। এবার তাঁকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ধনকুবের তথা আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানিকে কেন্দ্রীয় সরকারের তরফে জ়েড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা জানা গিয়েছে। বুধবার সূত্র মারফত জানা গিয়েছে, এখন থেকে সিআরপিএফ কম্যান্ডোরা এই নামজাদা শিল্পপতিকে ঘিরে থাকবেন। জানা গিয়েছে, গৌতম আদানিকে নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকারের প্রতিমাসে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা খরচ হবে।

আরও পড়ুন: Rakesh Jhunjhunwala: আদানি-আম্বানির থেকেও বেশি আলোচিত! কে ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা?

কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির কাছে সম্প্রতি একটি খবর আসে। তাতে আদানির বিরুদ্ধে হুমকির কথা জানতে পারা যায়। তার ভিত্তিতেই গৌতম আদানিকে কড়া নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের চতূর্থ ধনীতম ব্যক্তি গৌতম আদানি। ভারতের ধনীতম ব্যক্তি তিনি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, গৌতম আদানি গত আর্থিক বছরে ২১.১ বিলিয়ন ডলার উপার্জন করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ভিআইপি নিরাপত্তা শাখাকে এই দায়িত্ব গ্রহণ করতে বলেছে। ইতিমধ্যেই তাঁরা গৌতম আদানির কাছে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে, ২০১৩ সালে রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানিকে কেন্দ্রীয় সরকার CRPF কমান্ডোদের ‘Z+’ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। আম্বানি পরিবারের নিরাপত্তার খাতে মাসে প্রায় ১৫-২০ লক্ষ টাকা খরচ হয়।

আরও পড়ুন: Jammu: বাড়িতে ৬ জনের নিথর দেহ! সাতসকালে হাড় হিম করা দৃশ্য

 

Exit mobile version