Site icon The News Nest

রাজ্যের দুই শহিদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও সরকারি চাকরির ঘোষণা মমতার

mamata banerjee 1 700x400 4

ওয়েব ডেস্ক: লাদাখে চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ গিয়েছে এ রাজ্যের বাসিন্দা দুই জওয়ানের৷ নিহত জওয়ানদের প্রতি শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শহিদ দুই জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের একজনকে সরকারি চাকরি দেবে রাজ্য সরকার৷

লাদাখের সংঘর্ষের ঘটনায় চিনের সেনাবাহিনীর হামলায় কুড়ি জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে৷ তার মধ্যে রয়েছেন এ রাজ্যের বাসিন্দা দুই জওয়ান৷ তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা রাজেশ ওরাং এবং আলিপুরদুয়ারের শামুকতলার বাসিন্দা বিপুল রায়৷

আরও পড়ুন : করোনা পজিটিভ শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্য, প্রমাণ রিপোর্টে

মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, ‘গালওয়ান উপত্যকায় বীর শহিদদের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই৷ অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, তাঁদের মধ্যে দু’ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা৷ বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা রাজেশ ওরাং এবং আলিপুরদুয়ারের বিপুল রায়৷ দেশের জন্য তাঁরা যে চূড়ান্ত বলিদান দিয়েছেন বা শোকস্তব্ধ পরিবারগুলির যে ক্ষতি হয়েছে তার বিনিময়ে কোনও ক্ষতিপূরণই যথেষ্ট নয়৷ কিন্তু এই কঠিন সময়ে আমরা আমাদের ভূমিপূত্রদের প্রিয়জনদের পাশে আছি৷ সেই কারণেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁদের পরিবারের একজনকে চাকরি এবং পাঁচ লক্ষ টাকা করে দেব৷’

আরও পড়ুন : বাড়ি ফিরে বিয়ে করার কথা থেকে গেল অধরা, লাদাখে শহিদ হলেন বীরভূমের যুবক

Exit mobile version