Site icon The News Nest

Railway ticket reservation: প্রবীণ নাগরিকদের জন্য কীভাবে লোয়ার বার্থের কনফার্মড টিকিট পাবেন? জেনে নিন

senior citizen quota 800x450 1

ট্রেনে সফর করার সময় লোয়ার বার্থ পাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেন ৷ বুকিংয়ের সময়েই লোয়ার বার্থ কনফার্ম হয়ে গেলে ভালো ৷ নাহলে ট্রেনে উঠেই তা ‘ম্যানেজ’ করতে হয় ৷ বিশেষ করে প্রবীণ যাত্রীদের জন্য লোয়ার বার্থ অত্যন্ত জরুরী ৷ তাই বয়স্ক মানুষকে নিয়ে ট্রাভেল করলে অন্তত তাঁদের জন্য লোয়ার বার্থ বুক করতে প্রত্যেক পরিবারই চায় ৷ কিন্তু সমস্যাটা হল, তা পাওয়াটা ৷ কেন লোয়ার বার্থ সবসময়ে প্রবীণদের জন্য পাওয়া সম্ভব হয় না, তার কারণ জানিয়েছে আইআরসিটিসি ৷

প্রবীণদের জন্য কী ভাবে কোটার সুবিধা নিয়ে অনলাইনে টিকিট কাটার সময় লোয়ার বার্থ বুকিং করা যায়, সম্প্রতি তা জানতে এক ব্যক্তি রেলমন্ত্রীকে ট্যুইটারে লিখে ট্যাগ করেন ৷ তিনি জানান, মোট তিন জন প্রবীণের টিকিট তিনি কাটলেও মাত্র একজনেরই লোয়ার বার্থ কনফার্ম হয়েছিল ৷ বাকি দুটি সিট ছিল আপার এবং লোয়ার ৷ কিন্তু কোনও বয়স্ক ব্যক্তির পক্ষে আপার বার্থে ট্রাভেল করা প্রায় অসম্ভব ৷ এই সমস্যার যাতে সমাধান করা যায়, তা জানিয়েই ট্যুইট করেছিলেন ওই ব্যক্তি ৷ আইআরসিটিসি-র (Indian Railways Seva) পক্ষ থেকে তাঁকে এর জবাবও দেওয়া হয়েছে ট্যুইটে ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশকে ‘উত্তমপ্রদেশে’ বানানোর প্রচারেও মমতার ‘মা’ উড়ালপুলেরই সাহায্য নিতে হল! কঠাক্ষ তৃণমূলের

সেই টুইটের জবাবে আইআরসিটিসির তরফে বলা হয়, ‘লোয়ার বার্থ বা প্রবীণ নাগরিকদের বার্থের কোটা শুধুমাত্র ৬০ বছর ও তার ঊর্ধ্বে পুরুষ বা মহিলা ৪৫ বছর ও তার ঊর্ধ্বে মহিলাদের প্রদান করা হয়। (একই টিকিটে) একা বা দু’জন যাত্রী যাওয়ার সময় সেই মাপকাঠি আছে। যদি দু’জনের বেশি প্রবীণ নাগরিক হন বা একজন প্রবীণ নাগরিক ও একজন প্রবীণ নাগরিক না হন, তাহলে সেই প্রক্রিয়া কাজ করবে না।’

অর্থাৎ, শুধুমাত্র একজন বা দু’জনের প্রবীণের  টিকিট কাটলেই নিশ্চিত লোয়ার বার্থ পাওয়া সম্ভব ৷ অর্থাৎ, প্রবীণ নাগরিকদের জন্য নিশ্চিত লোয়ার বার্থ পাওয়ার কোটার সুযোগ নিতে হলে তাঁদের টিকিট আলাদা করেই কাটতে হবে। ওই কোটার সুবিধা পাওয়ার জন্য সর্বধিক দু’জন সিনিয়র সিটিজেনের টিকিট কাটা যেতে পারে। তাহলেই নিশ্চিতভাবে লোয়ার বার্থ পাওয়া সম্ভব ৷

আরও পড়ুন: পকেটে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, সম্পত্তির পরিমাণ ৫ কোটিরও বেশি -চিনে নিন গুজরাটের নতুন মুখ্যমন্ত্রীকে

Exit mobile version