Site icon The News Nest

TMC in Tripura: ফের সংঘাত, ১৫ তারিখ আগরতলায় অভিষেকের পদযাত্রার অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ

abhishek bannerjee

আগামী বুধবার (১৫ সেপ্টেম্বর) আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদযাত্রা করার অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। পুলিশের তরফের জানানো হয়েছে, ওই দিন শহরে অন্য একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। অভিষেকের প্রস্তাবিত পদযাত্রার ‘রুট’ ধরেই হবে সেই কর্মসূচি। সে কারণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পদযাত্রার অনুমতি দেওয়া যাবে না।

ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা আশীষ লাল সিং জানিয়েছেন, এই দাবি তাঁরা মানেন না। জনগণের দাবিই শেষ কথা বলবে। মানুষ রাস্তায় নামবে। মিছিল হবে। ওঁদের সরকারি দাবিকে তৃণমূল কলাপাতা মনে করে। ওরা কোনও কিছুরই অনুমতি দেয় না। ওরা মিছিল করতে পারবে আর তৃণমূল করলেই দোষ।

আরও পড়ুন: কর্ণাটকের বিজেপি সরকারমন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে,অভিযোগে প্রতিবাদে সরব কংগ্রেস

পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতা দখলের পর ত্রিপুরায় নিজেদের আস্তানা গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। দফায় দফায় ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতারা। সংঘর্ষ বেঁধেছে সেখানকার শাসক দল বিজেপি আর তৃণমূলের মধ্যে। তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে ত্রিপুরাতে। পশ্চিমবঙ্গের শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই ত্রিপুরার ১৬ জন বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূলে। ২০১৮ সালে ওই সকল বিধায়ক বিজেপির টিকিটে জিতে বিধানসভার সদস্য হয়েছিলেন। সেই যোগদান উপলক্ষেই সম্ভবত যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী ১৫ তারিখ ত্রিপুরায় কর্মসূচি রয়েছে।

ত্রিপুরা বিধানসভায় মোট আসন সংখ্যা ৬০টি। ২০১৮ সালের নির্বাচনে বিজেপির ঝুলিতে গিয়েছিল ৩৬টি আসন। আইপিএফটি পেয়েছিল সাতটি আসন। মোট ৪৩ আসন নিয়ে সরকার গঠন করে বিজেপি পরিচালিত এনডিএ জোট। বিরোধী সিপিএম-এর দখলে রয়েছে ১৬টি আসন। টিপরা দলের দখলে রয়েছে একটি বিধানসভা আসন। ঘাসফুল সমর্থকদের দাবি, ১৬ জন বিজেপি বিধায়ক দল ছেড়ে দিলে সরকার পরে যেতে পারে ত্রিপুরায়। তাই কি এইভাবে অভিষেকের সভায় অনুমতি দেওয়া হল না উঠছে প্রশ্ন।
Exit mobile version