Site icon The News Nest

চুরির দায়ে গ্রেফতার ‘সাবধান ইন্ডিয়া’ খ্যাত দুই অভিনেত্রী

Mumbai scaled

মুম্বইয়ের আরে কলোনি থেকে গ্রেফতার ‘সাবধান ইন্ডিয়া’,’ক্রাইম পেট্রোল’-এর মতো শোয়ের দুই পরিচিত মুখ। তাঁদের বিরুদ্ধে ৩ লক্ষ ২৮ হাজার টাকার অভিযোগ তুলে তাঁদেরকে গ্রেফতার করেছে মুম্বইয়ের আরে থানার পুলিশ।

করোনা অতিমারীর জেরে বন্ধ রয়েছে এই দুটি অপরাধধর্মী শো-য়ের শ্যুটিং, আর্থিক অনটনের জেরেই চুরি মতো ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন এই দুই অভিনেত্রী।সম্প্রতি এই দুই অভিনেত্রী মুম্বইয়ের আরে কলোনিতে পেয়িং গেস্ট হিসাবে থাকতে শুরু করেছিলেন। যে বাড়িতে তাঁরা দুজন থাকছিলেন সেখানের অপর এক পেয়িং গেস্টের থেকে ৩ লক্ষ টাকা নগদ চুরি করে চম্পট দেয় দুজনে।

আরও পড়ুন: যোগীরাজ্যে ফের আক্রান্ত মুসলিম প্রৌঢ়, জয় শ্রীরাম নাম বলার কারণে বেধড়ক মার, কেটে নেওয়া হল দাড়িও

গত ১৮ই মে দুই অভিযুক্ত অ্যারে কলোনির এক অভিজাত আবাসনে পেয়িং গেস্ট হয়ে আসেন। ঠিক সেই সময় অপর এক পেয়িং গেস্টের লকার থেকে ৩ লক্ষ ২৮ হাজার টাকা গায়েব হয়ে যায়। চুরি যাওয়া টাকার কথা জানিয়ে পুলিশে অভিযোগ জানান মহিলা। শুরু থেকেই অভিনেত্রী সুরভি সুরেন্দ্র লাল শ্রীবাস্তব (২৫) এবং মোসিনা মুক্তার শেখ (১৯)-এর উপর সন্দেহের কথাও পুলিশে বলেছিলেন মহিলা। এরপর পুলিশের কড়া নজরদারি ছিল দুই অভিনেত্রীর উপর। সিসিটিভিতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে তাঁদের বাইরে যাওয়ার ফুটেজ পুলিশের হাতে আসতেই জিজ্ঞাসাবাদ করা হয় দুই অভিনেত্রীকে। এরপর নিজেদের অপরাধ পুলিশি জেরায় স্বীকার করে নেয় সুরভি ও মোসিনা।

মুম্বই পুলিশ জানিয়েছে, ‘সাবধান ইন্ডিয়া’,’ক্রাইম পেট্রোল’-ছাড়াও একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন দুজনে। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আদালতে পেশ করা হলে দুই অভিযুক্ত অভিনেত্রীর ২৩ জুন পর্যন্ত পুলিশ কাস্টডি মঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুন: এক সপ্তাহেই রেকর্ড সম্পত্তি খুইয়ে অস্বস্তিতে আদানি, ক্ষতি ৪৭০০ কোটি টাকা !

Exit mobile version