Site icon The News Nest

‘অনেক ভিডিয়ো কল হয়েছে, এবার টাকা দেওয়া হোক!’ মোদীকে বিঁধলেন রাহুল

 কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এবার অন্য ইস্যুতে সরব হলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) বিঁধলেন অ্যাথলিটদের বকেয়া টাকা না মেটানোর ইস্যুতে।

মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট বলছে যে, দেশের একাধিক কৃতী অ্যাথলিটদের যে নগদ পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আন্তর্জাতিক আঙিনায় ভাল পারফরম্যান্সের জন্য, তা বাস্তবে প্রতিশ্রুতি হয়েই রয়ে গিয়েছে! এমনকী ২০১৮ এশিয়ান গেমসের টাকাও এখনও অনেকে পাননি! এর প্রমাণ হিসেবে রাহুল বেশ কিছু মিডিয়ার প্রকাশিত প্রতিবেদনের ছবির স্ক্রিনশট তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে মোদীকে আক্রমণ করলেন।

আরও পড়ুন: বিজেপি-র ক্ষেত্রে মহামারি আইন কোথায়? ত্রিপুরায় পুলিশকে প্রশ্ন কুণালের

রাহুল সোমবার ইনস্টাগ্রামে লেখেন, “শুভেচ্ছার সঙ্গেই প্লেয়ারদের বকেয়া দেওয়া উচিত। ক্রীড়া বাজেটে কোনও কাটছাঁট নয়। অনেক ভিডিয়ো কল হয়েছে। এবার হাতে নগদ পুরস্কার দেওয়া হোক।” রাহুল যে স্ক্রিনশট শেয়ার করেছেন সেখানে, দেখা যাচ্ছে যে, বিগত ৪ বছর হরিয়ানার অলিম্পিয়ানরা হাতে টাকা পাননি। এমনকী জানা যাচ্ছে টোকিও অলিম্পিক্সে পদক জয়ী নীরজ চোপড়া ও বজরং পুনিয়ারও নাকি বকেয়া আছে!

আরও পড়ুন: UN-এর নিরাপত্তা পরিষদের সভায় বক্তব্য PM Modi-র, সমুদ্র সুরক্ষা নিয়ে আলোচনা, অবাধ বাণিজ্য নিয়েও সওয়াল

Exit mobile version