Site icon The News Nest

MAA Flyover Controversy: ‘যোগীর বিজ্ঞাপনের অনুমোদন কে দিয়েছিল?’ জানতে চেয়ে RTI তৃণমূল নেতার

YOGI 3

যোগীর বিজ্ঞাপন বিতর্কে এবার RTI করল তৃণমূল। আরটিআই করলেন তৃণমূলের নেতা সাকেত গোখলে। বিজ্ঞাপনের অনুমোদন কে দিয়েছিল? উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছেন তৃণমূল নেতা। চুক্তির প্রতিলিপিও চাওয়া হয়েছে।

আরটিআই-এ মূলত তিনটি প্রশ্ন তুলে ধরেছেন তিনি। প্রথম প্রশ্ন, ওই ভুল ছবির কোলাজ-সহ বিজ্ঞাপনটি আদপে কে তৈরি করেছে, উত্তরপ্রদেশে (Yogi Government) সরকার নাকি সংবাদপত্র গোষ্ঠী? দ্বিতীয় প্রশ্ন, অজয় বিস্ত তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টিমের তরফে কে বিজ্ঞাপনটিকে ছাড়পত্র দিয়েছিল? সংবাদপত্র গোষ্ঠীর সঙ্গে উত্তরপ্রদেশের সরকারের চুক্তিপত্রও চেয়েছেন সাকেত গোখলে। বিজ্ঞাপন তৈরির কোন কাজের দায়িত্বে কে ছিলেন তাও জানতে চেয়েছেন ওই তৃণমূল নেতা। তাঁর কথায়, “যোগী সরকার যদি সংবাদমাধ্যমের উপর চাপ সৃষ্টি করে থাকে, তবে তার বিরুদ্ধে আমাদের একজোট হয়ে দাঁড়াতে হবে।”

আরও পড়ুন: উত্তরপ্রদেশে মাটির নীচে থেকে উদ্ধার হল প্রায় দেড় হাজার বছরের পুরনো মন্দির

বিতর্কের সূত্রপাত রবিবার। জাতীয়স্তরের এক সংবাদপত্রে উত্তরপ্রদেশ সরকারের উন্নয়নের বিজ্ঞাপন প্রকাশিত হয়। আর সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছে, যোগী আদিত্যনাথের সঙ্গে ছবি রয়েছে কলকাতার ‘মা’ উড়ালপুলের। রয়েছে কলকাতার একাধিক অভিজাত আবাসনের ছবি। সেই উড়ালপুলে কলকাতার ‘ট্রেডমার্ক’ হলুদ ট্যাক্সি চলতেও দেখা গিয়েছে। বিজ্ঞাপনের উপরে লেখা ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ’। বিজ্ঞাপনটি চোখে পড়তেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরব হয় তৃণমূলও। শুধু বাংলা নয়. বিজ্ঞাপনে উত্তরপ্রদেশের ছবি বলে বিদেশের ছবিও ব্যবহার করা হয়েছে।

এই ‘ভুলের’ দায় সংবাদপত্রের উপর চাপিয়েছে উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh Government)। অভিযোগ মেনেও নেয় সংবাদপত্র গোষ্ঠীও। ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি ইতিমধ্যে ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে দেয় তারা। এর পরই উঠছে প্রশ্ন। তাহলে কি যোগী সরকারের চাপেই বিজ্ঞাপন সরিয়ে ফেলল ওই সংবাদপত্র গোষ্ঠী? কারণ, সরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট আধিকারিকের ছাড়পত্র ছাড়া বিজ্ঞাপন প্রকাশিত হতে পারে না। তাই সংবাদপত্র গোষ্ঠীর উপর দায় চাপিয়ে সরকার কি হাত গুটিয়ে নিতে পারে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: আইফেল টাওয়ার, বুর্জ খলিফা, তাজমহল – বানিয়েছেন যোগী, মিমের ছড়াছড়ি নেট দুনিয়ায়

Exit mobile version