Site icon The News Nest

দ্বিতীয় লকডাউনের আগে নিশ্চল প্যারিস, ৭০০ কিমি জুড়ে জ্যাম…

paris

বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের (Paris) রাজপথ যেভাবে অবরুদ্ধ হয়েছিল, তা দেখে বিস্মিত গোটা বিশ্ব। ৭০০ কিলোমিটার বিস্তৃত এই জ্যাম যে নজিরবিহীন তা মানছেন সকলেই। ঘণ্টার পর ঘণ্টা জুড়ে চলতে থাকা জ্যামে কার্যত জট পাকিয়ে যায় যানবাহন চলাচল। এমন অদ্ভুত পরিস্থিতির নেপথ্যে অতর্কিতে ডাকা লকডাউন (Lockdown)।

এই রেকর্ড-ভাঙা ট্র্যাফিক জ্যামের কথা স্বীকার করে ফ্রান্সের ট্রাফিক দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় ইলে-ডি-ফ্রান্স অঞ্চলে ৪৩০ মাইলের (৭০০ কিলোমিটার) বেশি প্রসারিত এই ট্রাফিক জ্যামের কথা তারা জানিয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে দ্বিতীয় দফায় লকডাউন বলবত্‍‌ হয়েছে ফ্রান্সে। তার আগের দিন, বৃহস্পতিবারও গোটা ফ্রান্সে ৪৭,৬৩৭টি পজিটিভ কেস ধরা পড়ে। মৃত্যু হয় ২৫০ জনের। শুধু প্যারিস বলে নয়, লকডাউন কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে লিয়ন এবং বোর্দো শহরেও বিরক্তিকর যানজট পরিস্থিতি তৈরি হয়েছিল।

আরও পড়ুন: ফ্রান্সের গির্জায় হামলা নিয়ে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথিরের মন্তব্য সরিয়ে দিল টুইটার

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় হঠাত্‍‌ করে সংক্রমণ বাড়তে থাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ফের লকডাউনের নির্দেশ দেন। বুধবার দেশে ৩৪ হাজার জন নতুন করে আক্রান্ত হওয়ার পরেই রাতে জরুরি বৈঠকে বসেন মাক্রোঁ। আলোচনা শেষে জরুরি ভিত্তিতে লকডাউনের কথা ঘোষণা করেন। নতুন নিয়মের বিশদ জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট দেশবাসীর কাছে অনুরোধ করেন, সকলে নিয়ম মেনে চলুন।

ফরাসি সরকার সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে, বাড়ি থেকে বের হওয়া যাবে না। বাড়িতে বাইরের কাউকে আসতে দেওয়া যাবে না। দিনে এক ঘণ্টার মধ্যে বাইরে বের হওয়া যাবে। তবে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে যাওয়া যাবে না। অন্য দিকে,জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও সোমবার থেকে আংশিক লকডাউনের কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘায় মুগ্ধ বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের মানুষ

Exit mobile version