Site icon The News Nest

Rujira Banerjee: কয়লা পাচার কাণ্ডে রুজিরার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা

Rujira Banerjee

বেআইনি কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের  (Rujira Banerjee) বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ অগাস্ট তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কয়লাকাণ্ডে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরাকে সমন পাঠায় ইডি। বারবার তলব করা সত্ত্বেও জেরা এড়ান অভিষেকপত্নী। এমন অভিযোগ নিয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রুজিরা ইতিপূর্বে ইডিকে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি। বাড়িতে তাঁর দুই ছেলেমেয়ে রয়েছে। তাদের বয়স অনেকটাই কম। তাই এমন পরিস্থিতিতে সশরীরে হাজিরা দিতে পারবেন না। সমনের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থও হন।

আরও পড়ুন: TMC সরকারের বর্ষপূর্তি: ইউপি-বিহার নয়, এখানে রং দেখা হয় না, বললেন মমতা

রুজিরা-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পালটা পাতিয়ালা কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই আদালত রুজিরাকে তলব করেছিল বলে খবর। গত ৩০ সেপ্টেম্বর ভারচুয়ালি হাজিরাও দিয়েছিলেন। ইডির তলবের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।

তবে এবার রুজিরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট (Patiala House Court)। আগামী ২০ আগস্ট মধ্যে আদালতে হাজিরার নির্দেশ। আগাম জামিনের আবেদনও করতে পারবেন। যদিও ইডির তলবকে বারবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করেছে তৃণমূল।

আরও পড়ুন: Sourav Ganguly: মুখ্যমন্ত্রী আমার কাছের মানুষ! শাহী আপ্যায়নের পরদিন ববির পাশে বসে বললেন সৌরভ

Exit mobile version