Site icon The News Nest

স্ট্র্যান্ড রোডে রেলের দফতরে বিধ্বংসী আগুন, ৭ জনের মৃত্যু, ১০ লক্ষের ক্ষতিপূরণ

fire 2

স্ট্র্যান্ড রোডের বহুতলে বিধ্বংসী আগুন। সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আগুন লাগে। স্ট্র্যান্ড রোডে বহুতলের ১৩ তলায় আগুন লেগেছে।

১৪ তলা ভবনের ১৩ তলায় প্রথম আগুন লাগে বলে জানিয়েছে দমকল। ওই ভবনে রেলের অফিস রয়েছে। ১২ তলায় রেলের রেকর্ড সেকশনেও আগুন ছড়িয়েছে।  দক্ষিণ-পূর্ব রেলের চার্ট তৈরির সার্ভার রয়েছে। ফলে সেই সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। তবে এতটা উঁচুতে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু, হেয়ার স্ট্রিট থানার ওসি, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল।

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকার সঙ্গে স্বামীর যোগাযোগ নিয়ে দাম্পত্য কলহ! রসিকা জৈনের মৃত্যুতে নয়া তথ্য

অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় স্ট্র্যান্ড রোড এলাকায়। এর জেরে বন্ধ করে দেওয়া হয় স্ট্র্যান্ড রোডের একাংশ। পরে আংশিক যান চলাচল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। প্রশ্ন উঠছে, কীভাবে আগুন লাগল? প্রত্যক্ষদর্শী বা দুর্ঘটনার সময় ওই বহুতলে যাঁরা ছিলেন, তাঁদের কাছে কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়া মাত্র গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। অনেকেই রাস্তায় বেরিয়ে পড়েন। হুড়োহুড়ি করে সকলকে ওই বহুতল থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

আগুন নিয়ন্ত্রণে হাইড্রলিক ল্যাডার নিয়ে গিয়েছেন দমকল কর্মীরা। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা করছেন দমকল কর্মীরা। বহুতলে আগুন লাগার ফলে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে। রাত ৯ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও একাধিক দমকল কর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রাত ১০ টা ১০ নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন কলকাতার নগরপাল সৌমেন মিত্র। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও রয়েছেন সেখানে।

অগ্নিকাণ্ডে আহতদের নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে। এই ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন দমকল কর্মী। একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই। একজন রেলের আরপিএফ কর্মী। লিফটে উঠতে গিয়েই দমকল কর্মীদের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী নিয়মিত খোঁজ নিয়েছেন। তিনি জানিয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।

জানা গিয়েছে, আগুন লেগেছিল ১৩ তলায়। যা ছড়াচ্ছিল দ্রুত গতিতে। কিন্তু, দমকল কর্মীরা সিঁড়ির ব্যবহার না করে লিফটে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে খবর সূত্রের। সেই লিফটেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় দমকল কর্মীদের। একজন লিফট ম্যানও ছিলেন সেখানে।

আরও পড়ুন: WB election 2021: টিকিট না পেতেই বিজেপি-তে সিঙ্গুরের মাস্টারমশাই, সঙ্গে সোনালি, দীপেন্দু, জটু, শীতল

Exit mobile version