Site icon The News Nest

কালো ধোঁয়ায় ঢাকল বেহালা, দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিকের গোডাউন

fire

প্লাস্টিকের গোডাউনে আগুন (Fire)। বেহালার (Behala) কালীতলার ঘটনা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের খবর নেই।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ বেহালার শিরিটি শ্মশান সংলগ্ন ওই প্লাস্টিক কারখানা থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বের হতে দেখেন স্থানীয়ার। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। প্লাস্টিকজাত দ্রব্য থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় প্রচুর টাকার সামগ্রী। ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুনের লেলিহান শিখা কার্যত গ্রাস করে কারখানাটিকে।

আরও পড়ুন: ‘কৃষকদের সঙ্গে রাজনীতি নয়’, কেন্দ্রের ‘কৃষক সম্মান নিধি’ প্রকল্প চালু করতে সম্মতি মুখ্যমন্ত্রীর

কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। তবে এদিনের অগ্নিকাণ্ডে প্রচুর টাকার সম্পত্তি পুড়ে নষ্ট হয়েছে বলেই মনে করা হচ্ছে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, “আগুন আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ আয়ত্তে আসবে। তবে কী থেকে এই আগুন তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে বোঝা সম্ভব নয়। খতিয়ে দেখা হবে এই কারখানায় আদৌ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি না।”

স্থানীয়রা জানান, গোডাউনটির চারপাশে বাড়ি। বড় বিপদ হতে পারত।

আরও পড়ুন: তৃণমলে ‘ধান্দা’ করতে আসা নেতা-অভিনেতাদের কী নয়া ঠিকানা বিজেপি? প্রশ্ন বঙ্গবাসীর

Exit mobile version