Site icon The News Nest

IPS- ইস্যুতে মমতার পাশে পাওয়ার, বিজেপি বিরোধী লড়াই জোরদার করার বার্তা NCP সুপ্রিমোর

sharad

বিজেপি বিরোধী লড়াইয়ে সমর্থনের পাল্লা আরও ভারী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে। এবার বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার (Sharad Pawar)। গত কয়েকদিনে একাধিকবার উভয়ের ফোনে কথা হয়। সূত্রের খবর, জানুয়ারি মাসে আসার কথা পওয়ারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে জনসভা করতে পারেন। তবে তা কোথায়, কবে হবে, সেসব এখনও চূড়ান্ত হয়নি।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলিকে নিয়ে যৌথ আন্দোলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক দলগুলিকে সঙ্গে করেই জানুয়ারি মাসে সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এনসিপি প্রধান শরদ পাওয়ারের ফোন সে বার্তাই দিল।

কৃষি আইনের বিরোধিতা থেকে তিন আইপিএস বদলি, সমস্ত ঘটনা আসলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে হস্তক্ষেপ বলে মানছেন শরদ-সহ অন্যান্য আঞ্চলিক নেতারা। এবার কলকাতায় মমতার আহ্বানে যৌথ সভায় থাকবেন শরদ-সহ অন্যান্য নেতৃত্ব। কলকাতার সভার পরে দিল্লিতেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নির্বাচনকে সামনে রেখে আরও একবার বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নামতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। এ ক্ষেত্রে তাঁর ভরসা পুরনো আঞ্চলিক দলগুলির নেতৃত্ব।

আরও পড়ুন: দুর্গার ফটো, একতারা,রবি ঠাকুরের ছবি দিয়ে বরণ শাহকে, বিতর্ক উস্কে সঙ্গীতভবনেও রাজনৈতিক নেতারা

সম্প্রতি আইপিএস বদলি ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝে রাজ্যের অবস্থানকে সমর্থন জানিয়ে প্রথম টুইট করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। পরে ডিএমকে নেতা এমকে স্ট্যালিন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও তাঁকে সমর্থন জানান। ফলে বিরোধী ঐক্য জোরদার হতে থাকে।

সূত্রের খবর, কেজরিওয়ালদের সমর্থনের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। তিনি আইপিএস নিয়ে তিনি মমতাকে সমর্থনের পাশাপাশি বর্তমান জ্বলন্ত ইস্যু কৃষক আন্দোলন (Farmers Protest) নিয়েও কথা হয় দু’জনের। সিঙ্গুর আন্দোলনে মমতার ভূমিকার প্রশংসা করেন শরদ পওয়ার। এ নিয়ে বিরোধীদের যৌথ আন্দোলন কোন পথে এগোতে পারে, তার রূপরেখা নিয়ে আলোচনা করেন তাঁরা। এছাড়া আগামী বছর এ রাজ্যের নির্বাচনে বিজেপি বিরোধিতায় তৃণমূল কীভাবে কাজ করছে, সে নিয়েও কথা হয়েছে।

আরও পড়ুন: আজ মরসুমের শীতলতম দিন,১২ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা,কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্য

Exit mobile version