Site icon The News Nest

রাজ্যে করোনা ‘ভূত’ ,সত্যজিতের জন্মদিনে গুপি–বাঘাকে নিয়ে কলকাতা পুলিশের সতর্কবার্তা

guga

কলকাতা:‌ আজ তাঁর জন্মদিন। তিনি, বাংলা সিনেমা যাঁদের হাত দিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে, তাঁদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি সত্যজিৎ রায়। আজ তাঁর জন্মশতবর্ষের শুরু। কিন্তু লকডাউন আর করোনা আবহে তেমন কোনও জাঁকজমক নেই জন্মদিন পালনে। কিন্তু কলকাতা পুলিশ সত্যজিৎ রায়ের জন্মদিনটিকে মনে রেখেছে একটু অন্যভাবে। ফেসবুক ও টুইটার পেজ থেকে হীরক রাজার দেশে ছবিটির একটি গানের সুরে কথা পাল্টে সেই গানেরই দৃশ্যপট সাজিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে গুপি বাঘার গান ‘‌আর বিলম্ব নয়’‌–এর বদলে ‘‌ঘরের বাইরে নয়।’‌

লকডাউনে বাড়ি থেকে অপ্রয়োজনে বেরনো নিয়ে বারবার নিষেধ করছে প্রশাসন। নানাভাবে সেই বিষয়ে প্রচারও চালান হচ্ছে। দেশের নানাপ্রান্তের পুলিশ নরমে–গরমে মানুষকে বোঝাতে চেষ্টা করছেন, বাইরে বেরোলে ক্ষতি হবে আপনারই। তাই এবারে অস্কারজয়ী পরিচালকের গানে সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাইছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: Satyajit Ray Birth Anniversary Special: সাত রাজার ধন ‘মাণিক’ জন্মশতবর্ষে ‘তোমারে সেলাম’

অন্যদিকে, করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচাতে ও জনসাধারণকে সচেতন করতে কোচবিহার জেলা পুলিশের অন্তর্গত তুফানগঞ্জ থানার পক্ষ থেকে টোটো রিকশাতে করোনার সচেতনতা মূলক স্টিকার লাগিয়ে প্রচার চালানো হচ্ছে। হীরক রাজা ছবির শেষ গানে গুপি গাইছে, ‘কারেও যদি ভুতে ধরে, মোদের যেন খবর পড়ে…মোরা আসব দু’জনায়।’। তেমন ভাবেই করোনাকে যদি বর্তমান সমাজের ভূত বলে ধরে নেওয়া হয়। তাঁকে তারাতেই যেন হাজির হয়েছে গুপি বাঘা। কোচবিহার পুলিশের ভাবনা যেন সেই কথাই বলছে। এই প্রসঙ্গে কোচবিহার পুলিশের পক্ষে জানানো হয়েছে , ‘আমরা বিভিন্ন ভাবে করোনা থেকে ,মানুষকে সতর্ক করার চেষ্টা করছি। গুপি গাইন, বাঘা বাইন মানুষের কাছে ব্যাপক পরিচিত দুই চরিত্র। তাই তাদের কাটআউট ব্যাবহার করা হয়েছে করোনা নিয়ে সচেতনতা গড়তে’। পুলিশের পক্ষে আরও জানানো হয়েছে, ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘরে থেকে সুস্থ থাকার জন্য দিনহাটা শহর , কোচবিহার সদর ও নিশিগঞ্জ এলাকার মূল রাস্তাগুলিতে ছবি এঁকেও অনুরোধ জানিয়েছে ওই সমস্ত থানার পুলিশ আধিকারিকরা।’

আরও পড়ুন: কোভিড রোগীদের উপর প্রয়োগ করা যাবে রেমডেসিভির, অনুমতি মার্কিন প্রশাসনের

Exit mobile version