Site icon The News Nest

ভোট প্রচারে ‘খুন-খারাপির হুমকি’! মিঠুন ও দিলীপের বিরুদ্ধে দায়ের হল FIR

MITHUN

ভোটপ্রচারে উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ও দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR করল তৃণমূল। কলকাতার মানিকতলা থানায় দায়ের এক অভিযোগে দাবি করা হয়েছে, ভোটপ্রচারে ওই ২ নেতার বক্তব্যের জেরেই ফল ঘোষণার পর হিংসা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা।

বিজেপির হারের পর রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে টুইট করে মৌনব্রত ভেঙেছিলেন সদ্য। তার ৪৮ ঘণ্টা পেরতে না পেরতেই বাংলায় নির্বাচনী-উত্তর অশান্তির দায় পড়ল মিঠুন চক্রবর্তীর ঘাড়ে! অভিযোগ, ভোট প্রচারে গিয়ে গরম সংলাপ আউড়ে ‘খুন-খারাপির উস্কানি’ দিয়েছেন ‘মোদীর সুপারস্টার সেনাপতি’। কোথাও বলেছেন, ‘জলঢোড়াও নই, বালিবোড়াও নই। আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি!’ কোথাও বলেছেন, ‘মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।’

আরও পড়ুন: ভোটে হেরে ‘দলবিরোধী মন্তব্য’, তন্ময় ভট্টাচার্যকে শোকজ করল ‘শূন্য হওয়া’ সিপিএম

অন্যদিকে, নির্বাচনী প্রচারের ময়দানে তাঁকে একাধিকবার পুলিশ প্রশাসনকে ধমকি-চমকি দিতে দেখা গিয়েছে দিলীপ ঘোষ কেও। এছাড়া, “জায়গায় জায়গায় শীতলকুচি হওয়ার”ও হুঁশিয়ারিও দিয়েছিলেন দিলীপ।  ভোটের পরে তৃণমূল নেতাদের বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, ‘বদল আর বদলা, দুইই হবে।’

তৃণমূলের তরফে অভিযোগে দাবি করা হয়েছে, এসব বক্তব্যের জন্যই ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের দ্বারা বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। যুব তৃণমূলের সম্পাদক মৃত্যুঞ্জয় পাল জানান, মানিকতলা থানা অভিযোগ গ্রহণ করেছে। আমরা মিঠুনবাবু ও দিলীপবাবুর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ দাবি করেছি।

আরও পড়ুন: নেতাদের উস্কানিমূলক মন্তব্যেই রাজ্যে ভোট-পরবর্তী হিংসা, বিজেপি-কে দায়ী করল তৃণমূল

 

Exit mobile version