Site icon The News Nest

WB election 2021: ভোটার কার্ড ছাড়াও দিতে পারবেন ভোট, জেনে নিন কী ভাবে…

voter id card

ঠিকই শুনছেন । ভোটার কার্ড ছাড়াও এ বার ভোট দিতে পারবেন যে কোনও ভোটার । আগামিকাল, অর্থাৎ ২৭ মার্চ থেকে রাজ্যে শুরু প্রথম দফার ভোটগ্রহণ । তার আগে জেনে নিন ভোটার কার্ড ছাড়াও আর কী কী নথি দেখিয়ে ভোট দিতে সক্ষম হবেন আপনি । রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে । চলবে প্রায় এক মাস । ২৯ এপ্রিল শেষ হবে ভোটগ্রহণ । ২ মে ফলপ্রকাশ । নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও ভোটারের যদি ভোটার কার্ড না থাকে, তা হলেও তিনি ভোট দিতে পারবেন । অবশ্য তার জন্য বিকল্প এই নথিগুলি তাঁর কাছে থাকা আবশ্যিক ।

আরও পড়ুন: WB election 2021: বাবুল সুপ্রিয়র মনোনয়ন ঘিরে টালিগঞ্জে ধুন্ধুমার

আরও পড়ুন: ‘যারা ভারতে জন্মেছে তাঁরাই ভারতীয়’, বহিরাগত ইস্যুতে এবার মোদীকে খোঁচা মহুয়ার

 

Exit mobile version