Site icon The News Nest

Skincare: নিখুঁত ত্বকের জন্য ঘরেই তৈরি করে নিন নিম সাবান

neem 2

আপনার ঘরে থাকা সাধারণ সামগ্রী আর কয়েকটা নিম পাতা হলেই তৈরি করে ফেলা সম্ভব দারুণ একখানা নিম সাবান। এই সাবান মুখসহ সম্পূর্ণ শরীরে ব্যবহার করতে পারবেন। জানেন তো, নিম সাবান ব্রণের সমস্যা ও ফুসকুড়ি দূর করে ত্বককে করে তোলে নিখুঁত ও দাগহীন।

বাড়িতে নিম সাবান তৈরি করার প্রয়োজনীয় উপাদান-
কয়েকটি নিম পাতা
গ্লিসারিন সাবান
ভিটামিন-ই ক্যাপসুল
জল – প্রয়োজন হিসাবে
কাগজের কাপ বা ছোট বাটি (আপনি চাইলে সাবানের ছাঁচও ব্যবহার করতে পারেন)

আরও পড়ুন: Holi Colours: দোল খেলে ভূত? জেনে রাখুন অবাধ্য রং তোলার ৫ টিপ্‌স

যেভাবে তৈরি করবেন নিমের সাবান-
সাবান তৈরি করতে নিম পাতা ভালো করে ধুয়ে নিন।
এরপর এই পাতাগুলো ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে রাখুন। এবার এতে দুই চামচ জল দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।
একটি পাত্রে প্রস্তুত পেস্টটি বের করে নিন। এবার এতে গ্লিসারিন সাবান নিন এবং কয়েক টুকরো করে কেটে নিন।
এরপর কড়াই বা প্যানে জল ফুটানোর জন্য রাখুন। এতে সব সাবান দিয়ে ভালো করে ফুটিয়ে নিন।

সাবান গলে গেলে তাতে নিমের পেস্ট দিন। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিন।
ভালো করে মিশে গলে গেলে এতে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন।
এর পরে, গলা সাবানটি একটি ছাঁচে ঢেলে ঠান্ডা হতে দিন।
সাবান ঠান্ডা হয়ে গেলে ছাঁচ থেকে বের করে নিন। আপনার নিমের সাবান প্রস্তুত।

আরও পড়ুন: Haircare: চুলের বিশেষ চাহিদা অনুযায়ী বানিয়ে নিন আপনার নিজস্ব স্পেশাল তেল

Exit mobile version