Site icon The News Nest

Cake Recipe: এই শীতে ওভেন ছাড়াই বানিয়ে ফেলুন গাজরের কেক

Carrot Cake scaled

যারা কেক খেতে পছন্দ করেন, তারা চাইলে ঘরে কম ঝামেলায় গাজরের কেকে তৈরি করে খেতে পারেন। শীতের সময় বাজারে গাজর ভরপুর থাকে। তাই গাজর কিনতেও খুব ঝামেলা পোহাতে হবে না। এ ছাড়াও এ কেক বানাতে প্রয়োজন হবে না ওভেনের। তাই ঘরে ওভেন না থাকলেও চুলায় তৈরি করতে পারবেন মজাদার এই কেক। জেনে নিন সহজে গাজরের কেক বানানোর রেসিপি।

উপকরণ

১) আটা : ১ কাপ
২) দারচিনি গুঁড়ো : ১ চা চামচ
৩) জায়ফল : আধ চা চামচ
৪) বেকিং পাউডার : আধ চা চামচ
৫) বেকিং সোডা : আধ চা চামচ
৬) নুন : এক চিমটে
৭) ডিম : ২টি
৮) ভ্যানিলা এসেন্স : ১ চা চামচ
৯) সাওয়ার ক্রিম : আধ কাপ
১০) চিনি : আধ কাপ
১১) ব্রাউন সুগার : আধ কাপ
১২) নারকেল তেল : আধ কাপ
১৩) কমলালেবুর রস : ১ টেবিল চামচ
১৪) কোরানো গাজর : দেড় কাপ
১৫) আখরোট : আধ কাপ

আরও পড়ুন: Hilsa Recipe: বাঙালির হেঁশেলে ‘সুপারহিট’ কাশ্মীরি ইলিশ, এই বর্ষাতে বানিয়ে ফেলুন আপনিও…

প্রণালী

১) প্রথমে একটি পাত্রে আটা, বেকিং সোডা, দারচিনি গুঁড়ো, জায়ফল গুঁড়ো এবং নুন ভাল করে মিশিয়ে নিন।

২) অন্য আরেকটি পাত্রে ডিম ভাল করে ফেটিয়ে নিয়ে একে একে সাওয়ার ক্রিম, নারকেল তেল, দু’রকম চিনি, কমলালেবুর রস এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৩) এই ডিমের মিশ্রণের মধ্যে ধীরে ধীরে ময়দা দিয়ে মেশাতে থাকুন।

৪) ঘন মিশ্রণ তৈরি হলে এর মধ্যে কুরিয়ে রাখা গাজর এবং কুচি করে রাখা আখরোট দিয়ে দিন।

৫) ভাল করে ফেটিয়ে নিয়ে কিছু ক্ষণ ঢাকা দিয়ে রাখুন।

৬) এ বার যে পাত্রে বেক করবেন, সেই পাত্রটির গায়ে সামান্য মাখন মাখিয়ে রাখুন।

৭) এ বার গ্যাসে কেক বেক করার জন্য বড় একটি পাত্রে চার কাপ জল দিন। তার উপর কোনও পাত্র বসতে পারে এমন স্ট্যান্ড বসিয়ে নিন। গ্যাস জ্বেলে কিছু ক্ষণ জল গরম করে নিন।

৮) ধোঁয়া উঠলে কেকের মিশ্রণের পাত্রটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিন।

৯) বড় ওই পাত্রটির মুখ ভাল করে ঢেকে দিন।

১০) ভিতরের বাষ্প বেরোতে না পারলে আরও ভাল।

১১) ৪০ মিনিট অল্প আঁচে বেক হতে দিন।

১২) ঢাকা খুলে কেকের মধ্যে কাঠি গুঁজে দেখুন, কাঠির গায়ে কিছু লেগে আছে কিনা। যদি না থাকে তা হলে বুঝবেন কেক তৈরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Kalipujo Special: আলোর উৎসবে বাড়িতেই বানিয়ে নিন নিরামিষ পাঁঠার মাংস

Exit mobile version