Site icon The News Nest

Benarasi saree: বিয়ের বেনারসি কিনতে যাবেন? আসল না নকল চিনবেন কীভাবে?

banarasi saree pic10 scaled

শীতের মরশুম চলে এল মানেই বিয়ের মরশুম শুরু। আর বিয়ে মানেই একসঙ্গে অনেক কেনাকাটা (Benarasi saree)। এর মধ্যে পছন্দ করে কিনতে হবে কনের বেনারসি শাড়িটিও। বিয়েতে একটা বেনারসি অনেক মেয়ের স্বপ্ন। তাই খুব যত্ন নিয়ে এটা কেনা দরকার। সব বাজেটের বেনারসিই (Wedding Benarasi Saree) আপনি বাজারে পাবেন। কিন্তু সস্তায় শাড়ি কেনার চক্করে নকল বেনারসি কিনে ঠকবেন না। কারণ, বিয়ের দিন হবু কনের জন্য খুবই স্পেশাল। এদিন কোনও ছোট ভুলে যেন আপনার সাজটা মাটি না হয়ে যায়। সবাই প্রো নন, শাড়ি বিশেষজ্ঞও নন। তাই একটু সতর্কভাবে বিয়ের বেনারসি কিনুন। যেন নকল বেনারসি (Identify Real Banarasi Saree) কিনে ঠকতে না হয়। কীভাবে চিনবেন আসল বেনারসি, জেনে নিন –

আরও পড়ুন: PM Modi Pagdi: জাতীয় পতাকার সঙ্গে রংমিলান্তি পাগড়ি, এবার নমোর পোশাকের বিশেষত্ব কী ছিল জানেন?

আরও পড়ুন: Soumitrisha Kundu: সরু স্ট্র্যাপের ব্লাউজ, টোনড কোমরের ঝলক! ‘মিঠাই’ স্টাইলে সাজতে পারেন আপনিও

 

Exit mobile version