Site icon The News Nest

Health Tips: শরীর সুস্থ ও সতেজ রাখতে এই ‘নবরত্ন’ অভ্যাস গড়ে তুলুন

Healthy Lifestyle 1024x683 1 scaled

দেবষ্মিতা দত্ত

আপনারা ভাবছেন শারীরিক স্থূলতা বা রুগ্নতার জন্য দায়ী আপনি! তবে যখন নিজেকেই দায়ী করে ফেলেছেন, তখন কিছু আবশ্যক পরিবর্তন নিয়ে আসার দায়িত্বও আপনাকেই নিতে হবে। নবরত্নের মতো ৯ টি অভ্যাস নিজের মধ্যে ধারণ করতে পারলেই শারীরিক ও মানসিক নানান অসাড়তা দমন করা সম্ভব। ফলাফল দেখে হয়তো আপনি নিজেই চমকে উঠবেন।
কিছু চেতনা ও পরিবর্তনের মাধ্যমে মানসিক বেদনা, বিরক্তি, দুশ্চিন্তা, অস্থিরতা, অজ্ঞানতা, উৎসাহের অভাব, বিস্বাদ থেকে রেহাই পেতে পারেন। এই পরিবর্তন নিশ্চিত ভাবে আপনার জীবন ও জীবিকাকে সঠিক পথে পরিচালিত করবে। জীবনের অলসতা সরিয়ে নতুন যৌবন উদ্যমে নিজেকে ফিরে পাবেন আপনি।

আসুন তবে দেখা যাক নয়টি রত্ন তুল্য অভ্যেস কি কি…

আরও পড়ুন: Happy Hormones: মনখারাপই বহু রোগের কারণ, জানুন, মন ভালো করার ৭ উপায়

আরও পড়ুন: Juice: উপকারের চেয়ে উপকার বেশি! ফলের জুস খাবেন না একেবারেই

 

Exit mobile version