Site icon The News Nest

Male Infertility: পশ্চিমবঙ্গের ৮৬ শতাংশ পুরুষেরই বন্ধ্যত্বের ঝুঁকি রয়েছে, সাবধান না হলে বিপদ

man looking depressed with girlfriend

পশ্চিমবঙ্গের পুরুষদের মধ্যে মারাত্মক হারে বাড়ছে বন্ধ্যত্বের সমস্যা(Male Infertility)। সেই হার দেশের অন্য সব জায়গার পুরুষের তুলনায় অনেক বেশি। ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে হওয়া সমীক্ষার রিপোর্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে।

রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় ৮৬ শতাংশ পুরুষ বন্ধ্যত্বের সমস্যা অল্পবিস্তর ভুগছেন। তাঁদের শুক্রাণুর পরিমাণ তীব্রভাবে কমছে। এবং এই কারণে কমচে সন্তান উৎপাদনের ক্ষমতা, বাড়ছে IVF-এর মতো কৃত্রিম উপায়ে সন্তান উৎপাদনের প্রবণতা।

কোন কোন কারণে এই সমস্যা বাড়ছে? কয়েকটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: Dates : যৌনক্ষমতা বাড়াতে, বন্ধ্যাত্ব দূর করতে ভরসা রাখুন ‘ওয়ান্ডার ফ্রুট’ খেজুরে

এ ছাড়াও কী কী কারণে হতে পারে বন্ধ্যত্ব?

চিকিসকরা জানিয়েছেন, সারা দেশেই পুরুষের বন্ধ্যত্বের মাত্রা বাড়ছে। সব ক’টি ক্ষেত্রেই উপরোক্ত কারণগুলিই দায়ী। কিন্তু সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গের পুরুষদের এই সমস্যার হার অনেকটাই বেশি।

আরও পড়ুন: Guinness World Record: বিশ্বের দীর্ঘতম চুমু চলেছিল 58 ঘণ্টা! প্রায় দশ বছর ধরে অক্ষত সেই রেকর্ড

Exit mobile version