Site icon The News Nest

Coca Cola -য় সাঁতার কাটাবেন বলে ভেবেছেন কখনও? ঘুরে আসুন ব্রাজিল থেকে

brazil

শিরোনাম দেখে অবাক হলেও এটাই সত্যি। প্রতিবছরই হাজার হাজার পর্যটকদের ভিড় জমে এই ‘কোকো কোলা’র লেকে। লেকটির জলের রং একদম বোতলবন্দী পানীয়ের সঙ্গে মিলে যায়। আর এ কারণেই এ নামে পরিচিতি বেড়েছে এর। লেকটির জলে নানা গুণে সমৃদ্ধ মাটি ও মিনারেল রয়েছে। এ জন্য জলের রং কোকো কোলার মতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, লেকটিতে সাঁতার কাটার পাশাপাশি নৌকা বিহারের জন্য বেশ আরামদায়ক। স্থানীয়দের মতে, এই জলে চান করলে রোগ-ব্যাধি কমে যায়।লেকটির নাম ‘আরারাকোয়ারা’। ব্রাজিলের মাতা দা এস্ত্রেলা এলাকায় অবস্থিত এটি। জলে প্রচুর পরিমাণ আয়রন আর আয়োডিন থাকায় এর রং লালচে। লেকটিতে যাওয়ার জন্য প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে যেতে হয়।

আরও পড়ুন: জলের দরে হোটেল ভাড়া! পর্যটক টানতে Digha-য় চালু ‘স্পেশ্যাল অফার’

 

আরও পড়ুন: Uttarakhand Travel: জানেন কি দেবভূমিতে রয়েছে নায়ারণের কোটি অবতার?

Exit mobile version