Site icon The News Nest

দিল্লিতে ফের তীব্র ভূমিকম্প, বেশ কয়েক সেকেন্ডের জন্য কেঁপে উঠল রাজধানী

নয়াদিল্লি: লকডাউনের মধ্যেই গত মাসে ভূমিকম্প হয় দিল্লি ও আশপাশের এলাকায়। এদিন ফের। রাত ৯টা ৮ মিনিট নাগাদ বেশ কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, রিখটর স্কেল কম্পনের মাত্রা ছিল ৪.৬।

আরও পড়ুন: ১১ বছরে সর্বনিম্ন! জিডিপি বৃদ্ধির হার নামল ৪.২ শতাংশ, জানাল জাতীয় পরিসংখ্যান কার্যালয়

এপিসেন্টার ছিল হরিয়ানার রোহতক। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৬। কোনও ক্ষয়ক্ষতির কথা, এখনও জানা যায়নি। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে হরিয়ানার রোহতাকের কাছে ছিল এই ভূমিকম্পের উত্সস্থল। তারই প্রভাব পড়ে রাজধানীর ওপর। রীতিমত কেঁপে উঠেছিল বাড়ির আসবাবপত্র। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে, বারান্দায় বেরিয়ে আসেন বুঝতে সত্যিই কী ভূমিকম্প হল। 

(বিস্তারিত আসছে)

আরও পড়ুন: এবার কি লকডাউন ৫.০? স্ট্র্যাটেজি ঠিক করতে বৈঠক মোদী-শাহের

Exit mobile version