Site icon The News Nest

Aadhar ও PAN Card লিঙ্ক করার সময়সীমা বাড়াল কেন্দ্র

pan

Aadhar card and pan card which are issued by Government of India as an identity card with Indian currency.

Aadhar ও PAN Card সংযুক্তিকরণের (Link) সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার, ৩১ মার্চই ছিল আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের শেষ দিন। এবার সেই তারিখ আরও পিছিয়ে ৩০ জুন ২০২১ পর্যন্ত সময় দেওয়া হল।

করোনা পরিস্থিতিতে আমজনতার সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আয়কর দফতরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এদিন সন্ধ্যা ৭টা ৫৪ নাগাদ টুইট করে নতুন সময়সীমা জানানো হয়। দেখুন সেই টুইট।

আরও পড়ুন: মলদ্বীপ ঘুরতে গিয়ে করোনা আক্রান্ত ‘বার্থ ডে গার্ল’ ঐন্দ্রিলা সেন

এর আগে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা স্থির করা হয়েছিল। অন্যথা ১,০০০ টাকা জরিমানা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে অনেকেই সময় মতো সংযুক্তিকরণের কাজ করে উঠতে পারেননি। সেই কারণেই সময়সীমা আরও বর্ধিত করা হল।

এই নিয়ে বেশ কয়েকবার আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা বর্ধিত করল কেন্দ্র। তাই আর দেরি করবেন না। সময় থাকতেই জরুরি কাজ সেরে রাখুন। নয় তো লেনদেনে সমস্যা হবে, গুনতে হবে জরিমানাও।

কীভাবে অনলাইনে Aadhar ও PAN Card লিঙ্ক করবেন?

১. আয়কর দফতরের e-filing পোর্টাল-এ যান। সেখানে Quick Links-এর মধ্যে Link Aadhaar বলে অপশন পাবেন।

২. পরের পেজে আপনার আধার নম্বর ও প্যান নম্বর নির্দিষ্ট স্থানে টাইপ করতে হবে। দিতে হবে নাম।

৩. ক্যাপচা ভরতে হবে।

৪. Link Aadhaar অপশনে ক্লিক করুন। PAN-Aadhaar Linking-এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপর বাকি কাজ আয়কর দফতরের হাতে।

আরও পড়ুন: কান পরিষ্কার করতে ‘কটন বাড’ ব্যবহার করেন? জানুন এর বিপদ

Exit mobile version