Site icon The News Nest

বরাদ্দ হল স্থায়ী কমিশন, এবার ভারতীয় সেনার উচ্চপদে বসতে পারবেন মহিলা অফিসারেরাও

women in combat

ভারতীয় সেনাবাহিনীতে মহিলা সেনাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া হল উল্লেখযোগ্য সিদ্ধান্ত। ভারতীয় সেনার উচ্চপদে এবার থেকে বসতে পারবেন মহিলা অফিসারেরাও৷ পাশাপাশি মহিলাদের জন্য স্থায়ী কমিশনের অনুমোদনও মিলল৷

এতদিন শর্ট সার্ভিস কমিশনেই সেনাতে কাজ করার সুযোগ পেতেন মহিলারা৷ তাই ইচ্ছে বা দক্ষতা থাকলেও বেশি এগোতে পারতেন না তাঁরা৷ এবার তাঁদের সামনে থাকছে সেনার সর্বোচ্চ পদে বসার সুযোগ৷ সেনার ১০টি শাখাতেই এই সুযোগ পাবেন মহিলা অফিসাররা৷ ইন্ডিয়ান আর্মি জাজ অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল, আর্মি এডুকেশনল কর্পসের মতো বিভাগেও এই সুবিধা পেতে চলেছেন মহিলা সেনা অফিসাররা৷

আরও পড়ুন: গণতন্ত্রে বিরুদ্ধ স্বরকে দমানো যায় না, শীর্ষকোর্টে প্রাথমিক জয় পেল পাইলট শিবির

এছাড়াও আর্মি এয়ার ডিফেন্স, সিগন্যাল, আর্মি সার্ভিস কর্পস, আর্মি অর্ডিন্যান্স, ইঞ্জিনিয়ার, আর্মি অ্যাভিয়েশন, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্টেলিজেন্স কর্পসের মতো বিভাগেও পার্মানেন্ট কমিশনের সুযোগ থাকছে মহিলা অফিসারদের জন্য৷ ভারতীয় সেনার মুখপাত্র জানান যে, শর্ট সার্ভিস কমিশনের মহিলা অফিসাররা সম্পূর্ণ নথিপত্র জমা দিলেই শুরু হবে এই প্রক্রিয়া৷

পাঁচ মাস আগে সেনায় মহিলাদের স্থায়ী কমিশন দেওয়ার বিষয়ে রায় দিয়েছিল শীর্ষ আদালত। মহিলাদের শারীরিক দুর্বলতার যে যুক্তি তুলে ধরেছিল কেন্দ্র তাকে এই রায়ের মাধ্যমে নস্যাৎ করে সুপ্রিম কোর্ট৷ তারপরই ভারতীয় সেনায় কর্মরত সব মহিলা অফিসারকেই শর্ট সার্ভিস থেকে পার্মানেন্ট কমিশনে উন্নীত করার নির্দেশ কেন্দ্রকে দেয় দেশের সর্বোচ্চ আদালত৷ ১৪ বছর বা ২০ বছর সেনায় কাজ করে ফেলা মহিলা অফিসাররাও এই সুযোগ পাবেন৷ কেন্দ্রীয় নির্দেশ জারি হওয়ার ফলে এবার শীঘ্রই পার্মানেন্ট কমিশন সিলেকশন বোর্ডের তরফ থেকে মহিলা অফিসারদের নিয়োগ শুরু হবে।

আরও পড়ুন: মাস্ক না পরলে জরিমানা ১ লাখ, লকডাউন বিধি ভাঙলে জেল ২ বছরের !

Exit mobile version