Site icon The News Nest

৩৮-এ নেমে গেল কংগ্রেসের আসন, ক্রমশ রাজ্যসভার রাশ হাতে নিচ্ছে বিজেপি

loksabha 1200

সংসদের নিম্নকক্ষে ৩০৩টি আসনের জেরে কার্যত একচেটিয়া রাজ বিজেপির। এবার ক্রমশ রাজ্যসভায় সংখ্যা বাড়াচ্ছে শাসক দল। ফলে ধীরে ধীরে উচ্চকক্ষেও বিভিন্ন বিল পাশ করাতে সুবিধা হচ্ছে মোদী সরকারের। এদিন একলাফে ১০টি আসন বাড়ল বিজেপির। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড থেকে জয়ী হলেন দশজন বিজেপি সাংসদ।

সংসদের উচ্চকক্ষে প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন নেমে এল ৩৮-এ।ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম বার কংগ্রেসের আসন ৪০-এর নীচে নেমে এল। অন্য দিকে, বিজেপির রাজ্যসভা সাংসদের সংখ্যা দাঁড়াল ৯৪। ২৪৫ আসনের রাজ্যসভায় জেডি(ইউ), এডিএমকে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ), অসম গণ পরিষদের মতো সহযোগী দলগুলিকে নিয়ে শাসকজোটের আসনসংখ্যা ১১৮-য় পৌঁছল।

আরও পড়ুন: ‘হাত চিহ্নে ভোট দিন’, পুরনো অভ্যাসে এ কী বললেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া !

উত্তরপ্রদেশে ভোট হওয়া ১০টি রাজ্যসভা আসনের মধ্যে এ বার ৮টি দখল করেছে বিজেপি। জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে নীরজশেখর। অন্য ২টি আসনে জিতেছেন সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র রামজি গৌতম। উত্তরাখণ্ডের একমাত্র আসনটিতে জিতেছে বিজেপি। কংগ্রেসের সাংসদ রাজ বব্বরের মেয়াদ শেষ হওয়ায় আসনটি খালি হয়েছিল।

উত্তরপ্রদেশে গত বার ১টি আসনে জিতলেও এ বার কংগ্রেসের ঝুলি শূন্য। সে বার এই ১০টি আসনের মধ্যে ৬টিতে জিতেছিল বিজেপি। এ বার তারা ৩টি আসন বাড়িয়ে নিতে পেরেছে। আগামী ১ ডিসেম্বর কর্নাটকে রাজ্যসভার একটি আসনে ভোট। বিধায়ক সংখ্যার হিসেবে সেখানেও বিজেপির জয় নিশ্চিত।

আরও পড়ুন: বিহারে দ্বিতীয় দফার ভোট মঙ্গলবার, ৯৪ আসনে লড়াই, তেজস্বীরও ভাগ্যপরীক্ষা

 

Exit mobile version