‘হাত চিহ্নে ভোট দিন’, পুরনো অভ্যাসে এ কী বললেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মধ্যপ্রদেশে ২৮টি আসনের উপনির্বাচনে জয় শাসক-বিরোধী উভয়ের পক্ষেই ভীষণ জরুরি। গোয়ালিয়রের মহারাজা তথা প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে বিজেপি-তে নিজের গুরুত্ব প্রমাণ করার এটা মোক্ষম সুযোগ। আর সেই লড়াই লড়তে গিয়েই কিনা পুরনো অভ্যাসবশত ‘হাত’ চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ফেললেন তিনি। জ্যোতিরাদিত্যর এই মন্তব্যকে কটাক্ষ করেই কংগ্রেসের পাল্টা জবাব ‘ঠিকই বলেছেন জ্যোতিরাদিত্য। রাজ্যে শুধু হাত চিহ্নেই ভোট পড়বে।’

আরও পড়ুন : সমর্থকদের দাবিতে মান্যতা, শীঘ্রই বদলাচ্ছে এটিকে-মোহনবাগানের জার্সি

রবিবার ডবরা কেন্দ্রের বিজেপি প্রার্থী ইমরতী দেবীর হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন জ্যোতিরাদিত্য। সেখানে জনসভায় তিনি বলেন, ‘হাত মুঠো করুন এবং আমাদের আশ্বস্ত করুন, ৩ নভেম্বর ইভিএম-এ শুধু হাত চিহ্নেই ভোট পড়বে।’

জ্যোতিরাদিত্যর এই মন্তব্য শুনেই হকচকিয়ে যান সকলে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায় সেই বক্তব্য। এরপরই প্রদেশ কংগ্রেসের তরফে সেই ভিডিয়ো-সহ ট্যুইট করা হয়। সঙ্গে লেখা হয়, ‘সিন্ধিয়াজি, মধ্যপ্রদেশের মানুষ আপনাকে আশ্বস্ত করছে, যে তাঁরা হাতের বাটন টিপেই ৩ নভেম্বর ভোট দেবেন।’ বিজেপি অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

আগামী ৩ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভার ওই ২৮টি আসনে উপনির্বাচন। বিজেপি মুখ্যমন্ত্রী, ‘মামা’ শিবরাজ সিং চৌহ্বানকে ক্ষমতাচ্যুত করতে প্রস্তুতি তাই তুঙ্গে কমলনাথের দলের। কিন্তু কংগ্রেসের পক্ষে কি ২৮-এ ২৮ সম্ভব? চ্যালেঞ্জটা কঠিন জেনেও আশাবাদী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

রাজ্যবাসীর উদ্দেশে তাঁর আবেদন, ‘পুরো দেশ দেখেছে, কী ভাবে ক্ষমতা হারাতে হয়েছে কংগ্রেসকে৷ এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সুবর্ণ সুযোগ পেয়েছেন আপনারা। এটি হাতছাড়া করবেন না৷ নিজেদের অধিকার প্রয়োগ করুন, কংগ্রেসকে ফিরিয়ে আনুন৷’

আরও পড়ুন : রূপকথার বিয়ে সারলেন কাজল আগরওয়াল, দেখুন বিয়ে ও রিসেপশনের ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest