Site icon The News Nest

আত্মনির্ভর ভারত: ১০ হাজার টাকা ঋণ নিতে পারবেন হকাররা, সমস্যা মিটবে তো? প্রশ্ন বিরোধীদের

নয়াদিল্লি: জল্পনা শেষে প্রকাশ্যে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ প্যাকাজের দ্বিতীয় দিনের রূপরেখা। বৃহস্পতিবার কৃষক ও পরিযায়ী শ্রমিকদের জন্য সাহায্যের পাশাপাশি দেশের হকারদের নিয়েও নতুন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, ‘লকডাউনে ফলে কঠিন পরিস্থিিতর মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা। তাই হকারদের জন্য সরকার ভেবেছে এবং সহজে ঋণের ব্যবস্থা করেছে।’ তাঁর ঘোষণা অনুযায়ী, ‘হকারদের ঋণ দিতে বরাদ্দ করা হয়েছে ৫ হাজার কোটি টাকা। হকারদের ১০ হাজার টাকা পর্যন্ত ২ শতাংশ হারে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। এর ফলে দেশের ৫০ লক্ষ হকার উপকৃত হবেন।’

আরও পড়ুন: জেনে নিন এক দেশ, এক রেশন কার্ডের অর্থ কী?, কিভাবে আপনি এর সুবিধা পাবেন…

সেইসঙ্গে তিনি ঘোষণা করেন, ‘মধ্যবিত্ত পরিবারের আবাসন তৈরিতে ভর্তুকি দেওয়া হবে। প্রকল্পের সময়সীমা বেড়ে ৩১ মার্চ। বার্ষিক আয় ৬-১৮ লক্ষ টাকা হলে মিলবে সুযোগ। উপকৃত হবে ৩.৩ লক্ষ মধ্যবিত্ত পরিবার। বরাদ্দ করা হয়েছে ৭০ হাজার কোটি টাকা।’

শুধু তাই নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন বলেন, ‘শহুরে পরিযায়ী ও গরিবের থাকার ব্যবস্থা করা হচ্ছে। পিএম আবাস যোজনায় থাকার ব্যবস্থা করা হচ্ছে। তৈরি করা হবে রেন্টাল হাউজিং স্কিম। কম ভাড়ায় থাকার ব্যবস্থা করা হবে।’

তিনি জানান, পরিযায়ী শ্রমিক, হকার ও ছোট কৃষকদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করা হচ্ছে। এর ফলে ছোট ব্যবসায়ীরাও উপকৃত হবেন। মোট ৯ টি পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁর ঘোষণা অনুযায়ী, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ৪২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারগুলিকেও কৃষিক্ষেত্রে খরচ করার জন্য ৬৭০০ কোটি টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: অগস্টেই ‘এক দেশ এক রেশন কার্ড’, দু’মাস বিনামূল্যে খাদ্যশস্য ৮ কোটি পরিযায়ীদের : নির্মলা

Exit mobile version