Site icon The News Nest

পুরোনো ১০ টাকার নোট থাকলেই কাছে আছে? পেতে পারেন নগদ ২৫,০০০ টাকা, জানুন কীভাবে

old note

পুরোনা কয়েন জমানোর শখ অনেকেরই রয়েছে। কয়েন হোক বা টাকা তার মূল্যও অনেক। চড়া দামে বিক্রি হওয়া সেই কয়েন, টাকা, নানা ধাতব জিনিসও বাজার থেকে কিনে নেন অনেকেই। তবে শুধু কয়েনই নয়, পুরোনো নোটেরও দাম আছে বাজারে। লকডাউনের মধ্যেও অনেকেই পুরোনো টাকা,অ্যান্টিক পিস বিক্রি করছেন। তবে এখন আর আগের মতো নিলামে অ্যান্টিক জিনিস বিক্রির চল তেমন নেই। বরং এখন ইন্টারনেটেই বিক্রির চল রয়েছে।

ভারতীয় বাজারে এমন অনেক ওয়েবসাইট রয়েছে, যেখানে পুরোনো নোট বিক্রি করা হয়ে থাকে। আপনারও কি এমন শখ রয়েছে তাহলেই সুবর্ণ সুযোগ। আপনার কাছে যদি ব্রিটিশ আমলের পুরোনো দশ টাকার নোট বা কয়েন থাকে, তাহলে সেটি বিক্রি করে আপনি সহজেই প্রচুর টাকার মালিক হতে পারেন।

আরও পড়ুন: কমলনাথের ‘আইটেম’ বিতর্কের মধ্যেই কংগ্রেস প্রার্থীর স্ত্রীকে ‘রক্ষিতা’ বললেন বিজেপি নেতা

আর এই লকডাউনে তা কাজে লাগতে পারে অনেকেরই।ইন্ডিয়া মার্ট মা শপিক্যুইলের মতোন ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন আপনার  জমানো পুরোনো নোট। ইতিমধ্যেই বাজারে চলে এসেছে রিজার্ভ ব্যাঙ্কের নতুন ১০ টাকার নোট।

পুরোনো নোট বাজার থেকে একেবারে না চলে গেলেও সেই নোট এখন আর ছাপানো হচ্ছে না। যার ফলে নতুন নোটই বাজার দখল করছে  ধীরে ধীরে। যার ফলে পুরোনো নোট ধীরে ধীরে বাজার থেকে বিলুপ্ত হচ্ছে। তাই যারা পুরোনো নোট বা কয়েন জমাতে ভালবাসেন তারা অনায়াসেই সেই সুযোগ কাজে লাগাতে পারেন। এবং আরও বেশি দরে বিক্রি করতে পারবেন। আপনার কাছে যদি ব্রিটিশ আমলের সেই পুরোনো ১০ টাকার নোট থাকে এবং এখন যদি তা বিক্রি করতে চান, তাহলে পুরোনো ১০ টাকার নোটের দাম হতে পারে ২০ থেকে ২৫ হাজার টাকার বেশি।

আরও পড়ুন: Durga Puja 2020: দুর্গাপুজোর রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ হাইকোর্টের, শুনানি আগামীকাল

Exit mobile version