Site icon The News Nest

রবি ঠাকুর নাম রেখেছিলেন প্রিয়দর্শিনী, দেশ তাঁকে চেনে ইন্দিরা নামে!

INDIRA

১৯৮৪ সালের আজকের দিনেই (৩১ অক্টোবর) নিজের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী গুলিতে মৃত্যু হয় ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। এই দিনকে স্মরণ করে টুইট করেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।’

শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ ট্যুইটে লেখেন, ‘অসতো মা সৎ গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যোর্মা অমৃতং গময়। মিথ্যে থেকে সত্যি, অন্ধকার থেকে আলো, মৃত্যু থেকে জীবনের পথ দেখিয়েছেন। আমাকে এই শব্দগুলির মাধ্যমে জীবনদর্শন শেখানোর জন্য আমার ঠাকুমাকে ধন্যবাদ জানাই।’ টুইট করে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আরও অনেকেই।

কিন্তু জানেন কি একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলা ও বাঙালির একটা আন্তরিক, আত্মীক সম্পর্ক রয়েছে? ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগ রয়েছে বাংলার সংস্কৃতির পীঠস্থান শান্তিনিকেতনের।১৯৩৪ সাল থেকেই শান্তিনিকেতনে গুরুদেবের আশ্রমের (রবীন্দ্রনাথ ঠাকুরের) তাঁর যোগাযোগ।১৯৫০ থেকে ১৯৬৪ পর্যন্ত বাবা জওহরলাল নেহরুর সঙ্গে ও পরবর্তীতে দীর্ঘদিন আচার্য থাকাকালীন প্রায় প্রতি বছরই ইন্দিরা গান্ধী পৌষ–মাঘ মাসে শান্তিনিকেতনে আসতেন।

আরও পড়ুন: নীতীশের দুর্নীতি নিয়ে মোদীর বক্তৃতা বিহার ভোটে প্রচারের অন্যতম হাতিয়ার তেজস্বীর

১৯৫০ থেকে ১৯৬৪ পর্যন্ত বাবা জওহরলাল নেহরুর সঙ্গে ও পরবর্তীতে দীর্ঘদিন আচার্য থাকাকালীন প্রায় প্রতি বছরই ইন্দিরা গান্ধী পৌষ–মাঘ মাসে শান্তিনিকেতনে আসতেন।এর পর ১৯৩৪ সালের জুলাই নাগাদ ১৭ বছরের ইন্দিরা বম্বে থেকে ম্যাট্রিক পাশ করে বিশ্বভারতীতে আইএ পড়তে আসেন। ছাত্রীনিবাস শ্রীসদনে তাঁর জায়গা হয়।

শিল্পাচার্য নন্দলাল বসু ছিলেন ইন্দিরা গান্ধীর মাষ্টারমশায় ও ‘লোকাল গার্জেন’। রবীন্দ্রনাথ তাঁর নাম রেখেছিলেন প্রিয়দর্শিনী। জীবনের শেষ দিন পর্যন্ত গুরুদেবের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের সঙ্গে ছিল তাঁর নিরবচ্ছিন্ন সম্পর্ক।

১৯৬৬-র জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত এবং আবার ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবর পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের বাড়িতে দুই শিখ নিরাপত্তারক্ষী গুলি করে হত্যা করেন তাঁকে।

আরও পড়ুন: রান্নার গ্যাস বুকিং থেকে টাকা তোলায় পরিবর্তন-আগামিকাল থেকে চালু একাধিক নয়া নিয়ম

 

Exit mobile version