Site icon The News Nest

কৃতজ্ঞতা! জীবন বাঁচানো দুই হাতিকে কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন আখতার ইমাম

The News Nest: সম্প্রতি কেরালায় হাতিমৃত্যু নিয়ে শোরগোল পড়েছিল দেশজুড়ে। মানুষের হাতে বন্যপ্রাণীর এমন নৃশংস হত্যা নিয়ে গর্জে উঠেছেন সাধারণ জনসমাজ। কিন্তু অন্ধকারের মধ্যেও তো আলোর রেখা মেলে। তেমনই যেন এই ঘটনাটা। বিহারের এক বাসিন্দা দুটি হাতির নামে লিখে দিলেন নিজের সম্পত্তির অর্ধেকটাই।

মানুষের থেক বন্য প্রাণীরা অনেক বেশি বিশ্বস্ত। এমনই মনে করেন ইমাম। আর তাই রানি ও মোতি নামের দুটি হাতিকে তিনি নিজের সন্তানের মতোই ভালবাসেন। তাঁর মৃত্যুর পর যাতে রানি ও মোতি কোনও সমস্যায় না পড়ে তাই তাঁদের নামে কোটি টাকার সম্পত্তি লিখে দিয়েছেন ইমাম। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক স্বাক্ষাৎকারে ইমাম বলেছেন, মোতির বয়স ১৫ এবং রানির ২০। বহু বছর ধরে এই দুটি হাতি তাঁর সঙ্গে রয়েছে। তিনি তাদের সন্তানের মতোই ভালবাসেন। মৃত্যুর পর কোনও প্রিয়জনকে নিজের সম্পত্তি দিয়ে যাবেন বলে ভেবেছিলেন ইমাম। আর তাঁর কাছে রানি ও মোতির থেকে প্রিয় আর কেউ নেই। তাই এমন সিদ্ধান্ত। হাতিদের দেখভাল করার জন্যে একটি এনজিও-ও খুলছেন বিহারের এই ব্যক্তি।

আরও পড়ুন: Parle-G: ৮২ বছরের রেকর্ড বিক্রি, লকডাউনে নতুন প্রাণ পেল পার্লে-জি

স্থানীয় কয়েকজন গুণ্ডার হাত থেেক আখতারকে অনেকবার রক্ষা করেছে তাঁর সন্তানরা। এখন দিনভর আখতারের সঙ্গেই এদিক-ওদিক ঘুরে বেড়ায় মোতি আর রাণী। এর আগে আখতারের বাড়িতেও সশস্ত্র গুণ্ডারাও হামলা চালিয়েছিল। তখনও আখতারের রক্ষাকর্তা হয়ে উঠেছিল তাঁর এই সন্তানরাই। ফলে তিনি বুঝেছেন, হাতিদুটিই তার সবচেয়ে কাছের পরিজন। তাই তাঁর সম্পত্তিতেও তাদেরই অধিকার।

 অনেকের মতে, ইমামের এই বন্যপ্রাণ প্রীতি নজির গড়ে তুলবে দেশবাসীর কাছে। কেরলে হাতি হত্যার ক্ষতে তা হয়তো সামান্য প্রলেপ দিতে পারবে।

আরও পড়ুন: মুসলিমরা ভূতে নয়, জিনে বিশ্বাসী, জেনে নিন কতটা ভয়ংকর তেনারা

Exit mobile version