Site icon The News Nest

প্রয়াত সমাজবাদী পার্টির প্রবীণ নেতা মুলায়ম সিং যাদব

Samajwadiparty

প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা মুলায়ম সিং যাদব। শনিবার রাতে তাঁর গ্রাম পূরওয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

বহুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সমাজবাদী পার্টির প্রাক্তন MLC (আইন পরিষদের সদস্য) মুলায়ম সিং যাদব। শনিবার রাত ৯টা নাগাদ তাঁর জীবনাবসান হয়। উত্তরপ্রদেশের ঔরাইয়া জেলায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের খুবই ঘনিষ্ঠ ছিলেন প্রয়াত প্রবীণ নেতা। তাঁর মরদেহে শেষশ্রদ্ধা জানিয়েছেন, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।

আরও পড়ুন: হাথরাসে নির্যাতিতার পরিবার CBI তদন্ত চায় না,বয়ান রেকর্ড করল SIT

১৯৪৯ সালে মাত্র ২১ বছর বয়সে নিজের গ্রামে সরপঞ্চ হিসেবে নির্বাচিত হয়েছিলেন মুলায়ম সিং যাদব। ১৫ বছর তিনি নিজের ব্লকের প্রধান ছিলেন। আর টানা ২০ বছর ছিলেন লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য। আইন পরিষদে তিন বার এবং ঔরাইয়া ও ভাগ্য নগর ব্লকে দু বার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

প্রবীণ নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে। শাসক-বিরোধী দলের নেতারা মুলায়ম সিং যাদবকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

আরও পড়ুন: উন্নাও, কাঠুয়া কাণ্ডের পুনরাবৃত্তি! হাথরাস অভিযুক্তদের সমর্থনে সভার আয়োজন বিজেপির

Exit mobile version